ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গেইলকে ছাড়া সিপিএল শুরু হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গেইলকে ছাড়া সিপিএল শুরু হচ্ছে আজ

ক্রিস গেইলকে ছাড়া যে কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ অধরা। তার উপস্থিতি বাড়িয়ে দেয় টুর্নামেন্টের আকর্ষণ। অথচ নিজ দেশেই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারছেন না মারকুটে গেইল।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর মাঠে গড়াচ্ছে আজ। ব্যক্তিগত কারণে গেইল থাকছেন না এবারের আসরে। শুধু গেইল কেন, করোনার কারণে এবার সিপিএলের জৌলুস কমে গেছে অনেকটাই। দর্শকশূন্য স্টেডিয়ামে সিপিএলের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠে চিরচারিত হুই-হুল্লোড়েরও ব্যবস্থা নেই। তবুও স্বস্তি করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ক্রিকেট ফিরছে।

সিপিএলের সবচেয়ে সফলতম দল ত্রিনবাগো নাইট রাইডার্স। তিনবার শিরোপা জিতেছে তারা। চারবার রানার্সআপ হয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। দু'দলের লড়াই দিয়ে আজ মাঠে গড়াচ্ছে সিপিএল। আজ থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। ৩৩টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।

সিপিএলে এবারের আসরে খেলবেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটের বাইরে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানের সিপিএল খেলার প্রস্তাব ছিল। কিন্তু জাতীয় দলের তিন ক্রিকেটারই সিপিএলের অফার ফিরিয়ে দিয়েছেন।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়