ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্দান্ত জয়ে ইউএস ওপেন ওসাকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২২, ৫ অক্টোবর ২০২০
দুর্দান্ত জয়ে ইউএস ওপেন ওসাকার

শুরুর সেট হেরে পিছিয়ে পড়েছিলেন। দ্বিতীয় ও শেষ সেটে ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন জিতলেন জাপানের নাওমি ওসাকা।

ভিক্টোরিয়া আজারেনকাকে ১-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে ইউএস ওপেনারের মুকুট জেতেন ওসাকা। ১৯৯৪ সালে স্টেফি গ্রাফের বিরুদ্ধে স্যানচেজ ভিসারি প্রথম সেটে পরাস্ত হয়ে ম্যাচ জিতেছিলেন। ১৬ বছর পর ওসাকা দেখালেন এমন কীর্তি। এই নিয়ে তিনবার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে তিনবারই শিরোপা উঁচিয়ে ধরলেন ২২ বছর বয়সী ওসাকা। ২০১৯ সালে জাপানি এ তারকা জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। 

আরো পড়ুন:

১ ঘণ্টা ৫৩ মিনিটের ফাইনালের পর শিরোপা জেতেন। ইউএস ওপেন জেতায় শিরোপার পাশাপাশি পেয়েছেন ৩ মিলিয়ন ডলার। শিরোপা জয়ের পর ওসাকা বলেন,‘আমি ম্যাচটা খুব উপভোগ করিনি। কঠিন প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।’

প্রথম সেট শেষ করতে আজারেনকা সময় নিয়েছিলেন মাত্র ২৬ মিনিট। প্রথম সেটে স্রেফ উড়ে যায় শিরোপাধারী ওসাকা। সেটের ৮৮ শতাংশ সার্ভই জিতেছিলেন আজারেনকা। তবে দ্বিতীয় সেট থেকে ওসাকা ছিলেন অপ্রতিরোধ্য। তবে শুরু থেকে আগ্রাসী খেলার ইচ্ছে ছিল না ওসাকার,‘এক ঘণ্টায় ম্যাচ হেরে যাবো! বিষয়টি হতো খুবই লজ্জার। এজন্য দ্বিতীয় সেট থেকে লড়াই করা শুরু করি। নিজের সেরা আক্রমণগুলো বারবার করার চেষ্টা করছিলাম।’

করোনার কারণে গ্ল্যান্ডস্লামের আনন্দ অনেকটাই মাটি হয়েছে। সামাজিক দূরত্বের কারণে ট্রফি নিতে হয়েছে টেবিল থেকে। ট্রফি হাতে বড় কোনো উদযাপনও করতে পারেননি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়