ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইউএস ওপেন জিতলেন টিম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২৩, ৫ অক্টোবর ২০২০
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইউএস ওপেন জিতলেন টিম

চাইলেই হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচও জেতা যায়। চাইলেই অপ্রতিরোধ্য কাউকে মাটিতে নামানো যায়। ডমিনিক টিম ইউএস ওপেনের ফাইনালে যে রূপকথার কাব্য লিখলেন তা কল্পনাকেও হার মানায়।

জার্মানির আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন ডমিনিক টিম। লিখলেন ফিরে আসার অসাধারণ রূপকথা। প্রথম দুই সেটে খুব বাজেভাবে হার। ২-৬, ৪-৬। পরের দুই সেট জিতে ম্যাচ জমিয়ে তুললেন অস্ট্রিয়ান তারকা ৬-৪, ৬-৩।

আরো পড়ুন:

শেষ সেটে কেউ কাউকে ছাড় দেয় না। ৬-৬ পয়েন্টে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৮-৬ ব্যবধানে ম্যাচ জিতে নেন টিম। চার ঘণ্টার ম্যারাথন লড়াইয়ের পর স্বপ্নের শিরোপা জেতেন ২৭ বছর বয়সী টিম।

প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পর টিম বলেন, ‘আমার জীবনের একটি লক্ষ্য পূরণ হয়েছে। আমি বছরের পর বছর এ স্বপ্ন দেখে এসেছি। চারটি মেজর ট্রফির যে কোনো একটি জিততে হবে এমন লক্ষ্য ছিল। আজকের শিরোপাকে আমি আমার জীবন উৎসর্গ করছি।’

১৯৯০ সালের পর প্রথম অস্ট্রিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম জিতলেন টিম। শেষ পাঁচ বছর সবথেকে ধারাবাহিক টেনিস খেলোয়াড় ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার সাফল্যের মুকুট পেলেন টিম। এর আগে তিনবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন। শিরোপার কাছে গিয়েও পাননি। এবার পেরেছেন।

সেই সাথে গড়েছেন দারুণ কীর্তি। ১৬ বছর পর কোনো টেনিস তারকা প্রথম দুই সেট হারার পর জিতলেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল। ২০০৪ সালে এ কীর্তি গড়েছিলেন আর্জেন্টিনার গাস্তোন গাদিও।


 

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়