ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাটিং বিপর্যয়ে নাজমুল একাদশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৩৫, ২৫ অক্টোবর ২০২০
ব্যাটিং বিপর্যয়ে নাজমুল একাদশ

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে প্রথমে ব্যাটিং করছে নাজমুল হোসেন শান্ত একাদশ।  টস জিতে মাহমুদউল্লাহ একাদশ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।  বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। এছাড়া বিসিবির অফিসিয়াল ফেসবুক ও ইউটিউবে ম্যাচটি দেখা যাচ্ছে। 

স্কোর: ১৭৩ (৪৭.১ ওভার) 

ব্যাটিং: আল আমিন হোসেন (২*)।

আউট: সাইফ হাসান (৩), মুশফিকুর রহিম (১২), সৌম্য সরকার (৫) ও আফিফ হোসেন ধ্রুব (০), নাজমুল হোসেন শান্ত (৩২), তৌহিদ হৃদয় (২৬), ইরফান শুক্কুর (৭৫), নাঈম হাসান (৭), নাসুম আহমেদ (৩), তাসকিন আহমেদ (১)।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, ইমরুল কায়েস, মুমিনুল হক, কাজী নুরুল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন ও মহমুদুল হাসান। ইবাদত হোসেন (সুপার সাব) । 

নাজমুল হোসেন শান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, নাঈম হাসান, নাসুম আহমেদ। আবু জায়েদ রাহী (সুপার সাব)।

ফাইনাল মহারণে কার মুখে ফুটবে হাসি?

চার ম্যাচে তিনটি জিতে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্ত একাদশ। অন্যদিকে মাহমুদউল্লাহ চার ম্যাচে দুইটি জিতে উঠে ফাইনালে।  নাজমুল হোসেন শান্তর দল পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে,‘ ‘ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। আমরা সবাই এ টুর্নামেন্ট অনেক উপভোগ করেছি। আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে।’ ভাগ্যের জোরে ফাইনালে উঠেলেও শেষটা রাঙাতে চান মাহমুদউল্লাহ,‘ফরচুনেটলি আমরা ফাইনাল খেলছি। একদিক থেকে ভালো লাগছে কারণ অনেক দিন পরে আমরা একটা টুর্নামেন্টের ফাইনাল খেলছি। বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটার ফাইনাল খেলতে পারছি। আমরা সবাই মুখিয়ে আছি, ভালো ফাইনাল যেন খেলতে পারি।’

লিগপর্বে দুইবার নাজমুল একাদশের বিপক্ষে হেরেছে মাহমুদউল্লাহরা। এবার প্রতিশোধ নেয়ার মোক্ষম সময়।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়