Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১০ রবিউল আউয়াল ১৪৪৩

টস জিতে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৮, ২৬ নভেম্বর ২০২০
টস জিতে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহরা

‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ এর তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হয়েছে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। 

টস জিতে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়েছে। 

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। জেমকন খুলনা ৪ উইকেটে হারিয়েছিল ফরচুন বরিশালকে। মিনিস্টার গ্রুপ রাজশাহী ২ রানে জেতে বেক্সিমকো ঢাকার বিপক্ষে।     

জেমকন খুলনা একাদশ: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, রিশাদ হোসেন, আল আমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম। 

মিনিস্টার গ্রুপ রাজশাহী: একাদশ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়