ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাদ পড়ার ভয়ে ছুটি চান না পাকিস্তানের ক্রিকেটাররা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:২৯, ১ ডিসেম্বর ২০২০
বাদ পড়ার ভয়ে ছুটি চান না পাকিস্তানের ক্রিকেটাররা!

টিম ম্যানেজমেন্টের সঙ্গে খেলোয়াড়দের ‘যোগাযোগের দূরত্ব’ কতটা তা ফাঁস করলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। খেলোয়াড়রা অবসন্ন থাকলেও দল থেকে বাদ পড়ার ভয়ে ছুটি চাইতে পারেন না।

সীমিত ওভারের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া আমিরের মতে, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ ও বোঝাপড়া ভালো হওয়া উচিত। কিন্তু তা পাকিস্তানের ক্রিকেটে দেখা যায় না। আমির বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটে সমস্যা হলো যদি একজন খেলোয়াড় সাহস করে বলে যে সে বিশ্রাম চায়, সে বাদ পড়বে। তাই এ নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে এখন আতঙ্কিত থাকে খেলোয়াড়রা।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে এক ধরনের মানসিকতা রয়েছে যেখানে খেলোয়াড়রা দল থেকে বাদ পড়ার আতঙ্কে থাকে। আমি মনে করি খেলোয়াড় ও ম্যানেজমেন্টের মধ্যকার এই যোগাযোগের দূরত্বটা ঘুচিয়ে ফেলা উচিত।’

আমিরের মতে, খেলোয়াড়রা যেন খুশিমনে বিশ্রাম চাইতে পারে এমন পরিবেশ তৈরি করা উচিত। খেলোয়াড়দের দিক থেকে চিন্তা করে তাদের ছুটি গ্রহণ করার দাবি তুলেছেন এই পেসার।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির, যা অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করেছে। এ নিয়ে তিনি বলেছেন, ‘মিকি আর্থার আমাদের প্রধান কোচ ছিলেন এবং এ সম্পর্কে যে কেউ তার কাছে জানতে চাইতে পারে। ২০১৭ সাল থেকে আমি তাকে বলে আসছি আমার কাজের চাপ না কমলে টেস্ট ক্রিকেট ছেড়ে দেবো। আমার অবসরের ঘোষণার পর এ নিয়ে ছয় মাস কেউ কথা বলেনি। বিতর্ক তৈরি হলো যখন আমরা অস্ট্রেলিয়ায় হেরে গেলাম।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়