ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মেসি সব দেখে, এ কারণে সে সেরা’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৩ ডিসেম্বর ২০২০  
‘মেসি সব দেখে, এ কারণে সে সেরা’

লিওনেল মেসি খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনায়। তাই অনেকবার তার মুখোমুখি হয়েছেন আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক জ্যান ওবলাক। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পারফরম্যান্স খুব কাছ থেকে দেখে তাকে সেরা বলা অযৌক্তিক মনে করেন না তিনি। মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে গোল করে পেলেকে পেছনে ফেলার পর মেসির উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্লোভেনিয়ান গোলকিপার।

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ায় ‘অসাধারণ’ মেসিকে শ্রদ্ধা জানালেন ওবলাক। তিনি দাবি করলেন, বার্সেলোনার সুপারস্টার ‘সেরা’, কারণ তিনি মাঠে ‘সব দেখেন’। মুখোমুখি লড়াইয়ের অভিজ্ঞতা থেকে তিনি বললেন, মেসিকে খেলা খুবই কঠিন কাজ।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ওবলাক বলেছেন, ‘সে আমার পায়ের দিকে দেখে। যদি আমি এক ধাপ এগিয়ে যায়, তখন সে তা খেয়াল করে এবং অন্য পাশ দিয়ে শট নেয়। এ কারণে সে সেরা। এ কারণে সে এতটা কঠিন। সে এটা বুঝতে দেবে না কিন্তু সবসময় দেখে। তার চোখ থাকে বলের দিকে, কিন্তু সবকিছু দেখে।’

মাঠের মেসি কী করতে যাচ্ছেন, তা বোঝা দুর্বোধ্য ঠেকে ওবলাকের কাছে, ‘সে সব দেখে, আমি মনে করি। এটা অদ্ভুত। মাঝেমধ্যে হয়তো মনে হবে যে তাকে আপনি নিয়ন্ত্রণ করছেন। কিন্তু এক সেকেন্ডের মধ্যে সে খেলা পাল্টে দেবে, গোল করবে এবং বার্সেলোনা জিতবে। হয়তো কোনও সময় তাকে আপনি দেখতে পাবেন না। হয়তো মনে হবে যে এখন বিপদ নেই। কিন্তু হঠাৎ করে সে গোল করবে। গত মৌসুমে আমাদের সঙ্গে এটা ঘটেছিল। সে এখনও বিশ্বের সেরা খেলোয়াড়।’

গত মাসে লা লিগায় নিজেদের মাঠে আতলেতিকো ১-০ গোলে হারায় বার্সাকে, যা লিগে কাতালানদের বিপক্ষে এক দশকে তাদের প্রথম জয়। কিন্তু এর আগে যে মেসির মুখোমুখি হয়ে অনেক গোল হজম করেছেন সেটা ভুলে যাননি স্লোভেনিয়ান গোলকিপার, ‘আমার বিরুদ্ধে সে অনেক গোল করেছে, অনেক। সে দারুণ খেলোয়াড়, অসাধারণ খেলোয়াড়, সেরা। অনেক সময় এমন সব গোল সে করে, তখন মনে হয় যে এত সহজে কীভাবে গোলটা করলো, যা বুঝে ওঠা কঠিন। কখনও কখনও মনে হয় সে শুধু বল জালে পাঠালো, এমনকি তা কোনও শট নয়।’

মেসিকে আটকাতে আতলেতিকো সাধারণ কোন পরিকল্পনায় যায়, এই প্রশ্নে ওবলাকের জবাব, ‘সাধারণত গোলকিপাররা, আমরা ডিফেন্ডারদের সহায়তা করতে চিৎকার করি। কিন্তু আমি জানি মেসি যখন প্রতিপক্ষ দলে, তখন তা কত কঠিন। ডিফেন্ডাররা তাদের সর্বোচ্চটা করে কিন্তু কৌশলগতভাবে মেসিকে আটকানো কঠিন। কারণ বোঝাই যায় না সে কী করতে যাচ্ছে।’

২৭ বছর বয়সী এই গোলকিপার সাক্ষাৎকারের শেষে এসে মেসিকে শুভ কামনা জানালেন। তার বিশ্বাস, বুট তুলে রাখার আগে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আরও রেকর্ড ভাঙবেন। ওবলাক বললেন, ‘আমি নিশ্চিত সে শুধু ৬৪৪ নয়, আরও বেশি গোল করতে যাচ্ছে। হ্যাঁ, এরই মধ্যে অনেক গোল করে ফেলেছে সে। এটা সত্যি বিশেষ অর্জন। আমি তাকে নিয়ে শুধু ভালো শব্দগুলো বলতে পারি কারণ সে সেরা। আমি তাকে অভিনন্দন জানাই। আশা করি সে অনেক গোল করবে, শুধু আমার বিপক্ষে নয়।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়