ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জভেরেভে ২৯ বছর পর টেনিসে জার্মানির প্রথম সোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১ আগস্ট ২০২১  
জভেরেভে ২৯ বছর পর টেনিসে জার্মানির প্রথম সোনা

সোনা জিতেছেন জভেরেভ

এক নম্বর র‌্যাংকিংধারী ও ফেভারিট নোভাক জোকোভিচের গোল্ডেন স্লাম স্বপ্ন ভেঙে দেওয়া আলেক্সান্দার জভেরেভই হলেন এই অলিম্পিকে ছেলেদের ব্যক্তিগত টেনিসে চ্যাম্পিয়ন। ২৯ বছর পর জার্মানিকে টেনিস থেকে এনে দিলেন প্রথম স্বর্ণ।

টোকিও অলিম্পিকে ছেলেদের টেনিসের ব্যক্তিগত ফাইনালে রাশিয়ান কারেন খাশানোভকে ৬-৩, ৬-১ গেমে হারান জভেরেভ। রোববার (১ আগস্ট) ফর্মের শীর্ষে থেকে মাত্র ৭৯ মিনিটে ম্যাচটি জেতেন ২৪ বছর বয়সী চতুর্থ বাছাই। ছেলেদের একক ইভেন্টে প্রথম জার্মান হিসেবে জেতেন অলিম্পিক সোনা।

আরো পড়ুন:

কেবল দ্বিতীয় জার্মান হিসেবে একক টেনিসে সোনা অর্জন করলেন একটিও গ্র্যান্ড স্লাম না জেতা জভেরেভ। ১৯৮৮ সালে শেষবার এই ইভেন্টে সোনা জেতেন স্টেফি গ্রাফ। তার চার বছর পর ১৯৯২ সালে বার্সেলোনা গেমসে বরিস বেকার ও মিচেল স্টিচ ছেলেদের ডাবলসে চ্যাম্পিয়ন হন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়