ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাটিং দুর্দশায় হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২০:৪৯, ১০ সেপ্টেম্বর ২০২১
ব্যাটিং দুর্দশায় হারলো বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি সুন্দর হলো না। ব্যাটিং দুর্দশায় ২৭ রানের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৫ ম্যাচের সিরিজে বাংলাদেশ ৩-২ ব্যবধানে  জেতে। যে পিচে কিউই ব্যাটসম্যান রা রানের উৎসব করেছেন সেই পিচেই খাবি খেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। একাই লড়েছেন আফিফ হোসেন ধ্রুব। তিনি ৩৩ বলে ৪৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এ ছাড়া মাহমুদউল্লাহ-মোহাম্মদ নাঈম ২৩ রান করে ফেরেন। বাংলাদেশের ইনিংস থামে ১৩৪ রানে।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৪/৮

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৬১/৫

দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

মাহমুদউল্লাহ ফেরার পরেই ক্রিজে এসে সাজঘরে ফেরেন নুরুল হাসান সোহান-শামীম হোসেন। এতে বিপদে পড়ে স্বাগতিকরা। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা সোহানকে এলবিডব্লিউতে ফেরান অ্যাজাজ প্যাটেল। আম্পায়ারের সিদ্ধান্তের উপর আপিল করেও রক্ষা মেলেনি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপরের ওভারেই ডাফির শিকার শামীম। তার ব্যাট থেকে আসে ৫ বলে ২ রান।

আশা দেখিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ

আফিফের সঙ্গে দারুণ জুটিতে কিউই বোলারদের তুলোধুনো করে জয়ের পথে এগোচ্ছিলেন মাহমুদউল্লাহ। তাদের ৪৩ বলে ৬৩ রানের জুটিতে স্কোরবোর্ডে জমা হয় ৬৩ রান। ঠিক এসময়ই ছন্দপতন ঘটে। সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। কুগেলিজিনের করা আউটসাইড অফের বলে ধরা পড়েন ডিপ কাভার অঞ্চলে। তার ব্যাট থেকে আসে ২১ বলে ২৩ রান।

আফিফ-মাহমুদউল্লায় বাংলাদেশের প্রতিরোধ

শুরুটা ভালো হলেও মাঝে দ্রুত উইকেট হারিয়ে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর খেলার হাল ধরেন আফিফ-মাহমুদউল্লাহ। দুজনে ইতিমধ্যে পঞ্চম উইকেটের জুটিতে ৩৬ বলে ৫৯ রান তুলে ফেলেছেন।

৩ রানে ফিরলেন মুশফিক

নবম ওভারের পঞ্চম বলে ৩ রান করে রাচীন রবিন্দ্রের শিকার হন মুশফিকুর রহিম। রাচীন বলটি মিডল স্ট্যাম্প বরাবর রাখলে তা উড়িয়ে মারেন মুশফিক। তবে বলের গতি ও তার শট ঠিকমতো হয়নি। লংঅনে থাকা কলিন ডি গ্র‌্যান্ডহোমের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।

নাঈমের বিদায়

ওপেনিংয়ের দুর্দশা কাটছেই না। দলীয় ৩৯ রানের মধ্যে দুই ওপেনারসহ ৩ উইকেট হারাল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে লিটন দাস (১০) বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি। সৌম্য সরকারও (৪) সুযোগ কাজে লাগাতে পারেননি। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ২৩ রান করে আউট। ২১ বলে ৩ চার মারেন তিনি, অষ্টম ওভারে বেন সিয়ার্স তাকে ফিরিয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট নেন।

সুযোগ কাজে লাগাতে পারলেন না সৌম্য

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ খেলেও ওই ফর্ম ফিরে পাননি। তাই নিউ জিল্যান্ড সিরিজে প্রথম চার ম্যাচ ছিলেন না। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়। কিন্তু পারলেন না সুযোগের সদ্ব্যবহার করতে। কোল ম্যাককনচির স্পিনের রাচিন রবীন্দ্রর ক্যাচ হন ৪ রান করে, ৯ বল খেলে থামে তার ইনিংস।

লিটন আবারও ব্যর্থ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম্যাচেও নিজেকে ফিরে পেলেন না লিটন দাস। ১০ রান করে তিনি আউট হলেন এজাজ প্যাটেলের বলে। পয়েন্টে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন কুগেলেইন। তাতে ২৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। লিটনের ১২ বলের ইনিংসে ছিল একটি চার

বাংলাদেশকে ১৬২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নিউ জিল্যান্ড

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত কতৃত্ব বজায় রেখে কিউইরা মাত্র ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। সর্বশেষ ১০ ম্যাচে মিরপুরে এটি সর্বোচ্চ রান।

অধিনায়ক টম লাথাম সর্বোচ্চ ৫০ রান করেন। ৩৭ বলে ২টি চার ও ২টি ছয়ে তিনি এই রান করেন। এ ছাড়া ২৪ বলে ৪১ রান করে ফিন অ্যালেন। লাথামের সঙ্গে ১০ বলে ১৭ রান নিয়ে অপরাজিত ছিলেন কোল ম্যাককনচি। মোস্তাফিজ-সাইফউদ্দিনের পরিবর্তে আসা তাসকিন-শরিফুল সুবিধা করতে পারেননি। শরিফুল সর্বোচ্চ ২ উইকেট নিলেও ৪ ওভারে তিনি ৪৮ রান দেন। এ ছাড়া তাসকিন ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট।

তাসকিন-সোহানে ফিরলেন নিকোলস

১৭তম ওভারের দ্বিতীয় বলে হেনরি নিকোলসকে ফেরান তাসকিন আহমেদ। এই পেসারের ওয়াইড ইয়র্কারে পয়েন্টে খেলতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন। ২১ বলে ২১ রান আসে নিকোলসের ব্যাট থেকে।

আফিফের পর নাসুমের আঘাত

কলিড ডি গ্র্যান্ডহোমকে দ্রুত সাজঘরে পাঠালেন নাসুম আহমেদ। ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে ক্যাচ দেন শামীম হোসেনের হাতে। তার ব্যাট থেকে আসে ৮ বলে ৯ রান। এই সিরিজে চতুর্থবার নাসুমের বলে আউট হয়েছেন গ্র্যান্ডহোম।

ইয়ংকে ফেরালেন আফিফ

জোড়াপতনের পর খেলার হাল ধরার চেষ্টা করেছিলেন টম লাথাম-উইল ইয়ং। কিন্তু আফিফ বেশিদূর এগোতে দেননি। ইয়ংকে দুই অঙ্কের ঘর ছোয়ার আগেই পাঠান সাজঘরে। আফিফের লেন্থ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইয়ং। তার ব্যাট থেকে আসে ৮ বলে ৬ রান।

শরিফুলের জোড়া আঘাত, ফিরলেন অ্যালেনও

নিজের প্রথম ওভারে এসে ১৯ রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারের প্রথম বলে হজম করেন ৬।  এক বল পরেই আবার চার হজম করতে হয়। এরপর শুধু শরিফুলের সময়। মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে রাচিন রবীন্দ্রকে ফেরানোর পর অ্যালেনকে বোল্ড করেন। রবীন্দ্র ১২ বলে ১৭ ও অ্যালেন ২৪ বলে ৪১ রান করেন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে সাত চার ও তিন ছয়ে কিউইরা দুই উইকেট হারিয়ে রান তোলে ৫৮। বাংলাদেশ ১৫টি ডট বল আদায় করে নেয়।

অ্যালেন ঝড়ে নিউ জিল্যান্ডের দারুণ শুরু

সিরিজের আগের ম্যাচগুলোতে শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউ জিল্যান্ড। পঞ্চম ম্যাচে এসে এর ব্যতিক্রম ঘটে। শুরুটা দুর্দান্ত হয়েছে তাদের। শরিফুলের করা ইনিংসের চতুর্থ ওভারে অ্যালেন ১৯ রান নেন। প্রথম ৪ ওভারে আসে ৩৮ রান আসে। মাত্র ১৭ বলে ২৮ রান নেন অ্যালেন, ৭ বলে ১০ রান নেন রাচিন রবীন্দ্র।

নাদির শাহকে শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন

সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহকে শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেছে নিউ জিল্যান্ড-বাংলাদেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এ ছাড়া প্রেসবক্সে কর্মরত সাংবাদিকরাও নিরবতা পালন করেন। ৫৭ বছর বয়সী নাদির ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ একাদশে চার পরিবর্তন ঘটেছে। একাদশে ঢুকেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাকিব-মোস্তাফিজ-সাইফউদ্দিন-মেহেদীকে বিশ্রামে রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

কিউই একাদশে তিন পরিবর্তন

নিউ জিল্যান্ড একাদশ থেকে বাদ পড়েছেন টিকনার-বেনেট, আর ইনজুরির জন্য নেই ব্লান্ডেল। একাদশে ঢুকেছেন  স্কট কুগেলেইন, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি।

রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনচি, এজাজ প্যাটেল, স্কট কুগেলেইন, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। ইতিমধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। খেলাটি শুরু হচ্ছে বিকেল ৪টায়।

খেলছেন না সাকিব-মোস্তাফিজ

কিউইদের বিপক্ষে এই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। ম্যাচের আগের দিন দুইজনেকে বিশ্রামে রাখা সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশন সফল হওয়ায় এবার পরীক্ষা নিরীক্ষার সুযোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাকিবের অবশ্য হালকা আঙুলে ব্যথা আছে। পুরোনো ব্যথা বাড়ায় তার বিশ্রাম বাধ্যতামূলক করেছে দল। এছাড়া মোস্তাফিজ, সাইফউদ্দিনকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদকে খেলাতে চায় বাংলাদেশ।   

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়