ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমরা যেভাবে খেলেছি তার জন্য গর্বিত: উইলিয়ামসন

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৪, ১৫ নভেম্বর ২০২১   আপডেট: ০৩:০৯, ১৫ নভেম্বর ২০২১
আমরা যেভাবে খেলেছি তার জন্য গর্বিত: উইলিয়ামসন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি নিউ জিল্যান্ড। অস্ট্রেলিয়া এক প্রকার উড়িয়ে দিয়েছে কিউইদের। তবুও দল নিয়ে গর্বিত নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উইলিয়ামসন বলেন, ‘আজ হয়নি। কিন্তু আমরা যেভাবে খেলেছি টুর্নামেন্টে, তার জন্য গর্বিত। যা কিছু করতে চেয়েছি তার প্রতি দায়বদ্ধ ছিল ছেলেরা। এখানে অনেকের হৃদয় ভেঙেছে। জয়ী দলে থাকা সবসময় সুন্দর। কিন্তু অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে চাই। কিছু বড় আশা ছিল। ভালো ক্রিকেট হয়েছে। তাই আমরা ভেবেছি খেলায় দুটি ফলই সম্ভব।'

আরো পড়ুন:

২০২১ বিশ্বকাপের ফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে চার উইকেট হারিয়ে ১৭২ রান করে নিউ জিল্যান্ড। রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

নিজেদের লক্ষ্য নিয়ে উইলিয়ামসন জানিয়েছেন, এটা লড়াই করার মতো ছিল। অস্ট্রেলিয়াকে দুর্দান্ত দল আখ্যা দিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘আমরা ভালো একটা জায়গায় যেতে চেয়েছি। উইকেট ভাঙা ছিল। কিছু ভালো জুটি হয়েছে। যে লক্ষ্য দিয়েছিলাম, আমাদের মনে হয়েছে লড়াই করার মতো। এটা দারুণভাবে তাড়া করতে হতো। অস্ট্রেলিয়া দুর্দান্ত দল, তারা এটা করে ফেলেছে।’

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার হয়ে বড় অবদান রাখেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ওয়ার্নার ৫৩ রান করের আউট হলেও মার্শ ৭৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে উইলিয়ামসনের ৮৫ রানে ভর করে ১৭২ রান করে নিউ জিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটা সর্বোচ্চ দলীয় স্কোর।

বড় স্কোর সংগ্রহ নিয়ে উইলিয়ামসন বলেন, ‘ভালো সংগ্রহ গড়েছেন কি না, এটা কখনোই বুঝতে পারবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো সংগ্রহ করতে। অনেক দূর যেতে পারিনি। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতে হবে। আসলে তারা যেভাবে রানটা তাড়া করেছে, আমাদের কোনো সুযোগ দেয়নি।’

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়