ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতকে নিশ্ছিদ্র বায়ো-বাবলের নিশ্চয়তা দ. আফ্রিকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৩০ নভেম্বর ২০২১  
ভারতকে নিশ্ছিদ্র বায়ো-বাবলের নিশ্চয়তা দ. আফ্রিকার

আফ্রিকায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। তাতে করে শঙ্কায় পড়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ডিসেম্বর-জানুয়ারিতে স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে টেস্ট ও ওয়ানডের সঙ্গে চার টি-টোয়েন্টি খেলবে ভারত। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সফরকারীদের শঙ্কা দূর করতে নিশ্ছিদ্র বায়ো-বাবলের নিশ্চয়তা দিলো দক্ষিণ আফ্রিকার ইন্টারন্যাশনাল রিলেশন্স অ্যান্ড কো-অপারেশন (ডারকো)।

এক অফিসিয়াল বিবৃতিতে তারা বলেছে, ‘ভারতীয় দলগুলোর জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের অপরিহার্য পূর্বসতর্কতা নিবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকান ও ভারতীয় ‘এ’ দলগুলোর পাশাপাশি দুই দেশের জাতীয় দলের জন্য একটি পূর্ণ নিরাপদ বায়ো-বাবল তৈরি করা হবে।’

ভারতের ‘এ’ দল এখন আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রত্যাশা, ভারত এই সফর অব্যাহত রাখবে এবং ডিসেম্বর-জানুয়ারির সফর পরিকল্পনা মাফিক বাস্তবায়নে সংহতি প্রকাশ করবে।

গত ১১ নভেম্বর বতসোয়ানায় ওমিক্রন নামে করোনার নতুন ধরন শনাক্ত হয়। তিন দিন পর দক্ষিণ আফ্রিকায় এই ধরনে আক্রান্ত রোগী পাওয়া যায়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়