ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিপিএলে দল পেতে আগ্রহী ৮ প্রতিষ্ঠান, নেই বেক্সিমকো-বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:৩০, ৬ ডিসেম্বর ২০২১
বিপিএলে দল পেতে আগ্রহী ৮ প্রতিষ্ঠান, নেই বেক্সিমকো-বসুন্ধরা

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা বাজতে যাচ্ছে আগামী মাসেই। এখনো সবকিছু কাগজে-কলমে থাকলেও চলছে প্রস্তুতি। ইতোমধ্যে ৮টি ফ্র্যাঞ্চাইজি দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল জানান ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ প্রকাশ করার কথা। তিনি বলেন, ‘বিপিএলে এবারের আসরে ৮টা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। আমাকে এটা জানানো হয়েছে। মানে, ৮টা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে এখন আমরা দেখবো, তাদের সম্পর্কে জানবো। এখনো চূড়ান্ত হয়নি।’

৮টা ফ্র্যাঞ্চাইজি কারা এখনো নাম প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। তবে এবারের আসরে থাকছে না অন্যতম দুই বড় ফ্র্যাঞ্চাইজি বেক্সিমকো গ্রুপ ও বসুন্ধরা গ্রুপ। বেক্সিমকোর অধীনে ছিলে ঢাকা ডায়নামাইটস এবং বসুন্ধরার অধীনে ছিল রংপুর রাইডার্স।

বিসিবি সভাপতি বলেন, ‘বেক্সিমকো থাকবে কি থাকবে না এটা আমি এখনো জানি না। তবে অনেকেরই আগ্রহ আছে। আসলে হয় কি ছোট সংস্করণ তো এক বছর, এক বছর করে অনেকেই আগ্রহী না। অনেকেই দীর্ঘ সময়ের জন্য আগ্রহী। তাহলে ওরা একটা পরিকল্পনা করে নামতে পারে। বসুন্ধরাও আগ্রহী কি না জানি না।’

শুধু বেক্সিমকো, বসুন্ধরা নয়— দল নিয়ে অনাগ্রহ জেমকন গ্রুপেরও। তারা এর আগে খুলনা টাইটান্স নামে দল চালাতো। এবার শুধু এক বছরের জন্য দলের মালিকানা পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ২০২২ সালে নতুন চক্রে বিপিএল শুরু হলে আট বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বিক্রি করবে বিসিবি। এ বছর দল নিতে আগ্রহ দেখিয়েছে কুমিল্লা লিজেন্ড, ফরচুন গ্রুপ, আকতার গ্রুপ ও মিনিস্টার গ্রুপ।

এদিকে এবারের বিপিএল ড্রাফটে দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে টাকার অঙ্কে বেশি পার্থক্য যাতে না রাখা হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে আমি বিপিএল নিয়ে যখন কথা বলি তখনই প্রশ্নটা তুলেছিলাম, যে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের বিশেষ করে ড্রাফটে যারা আছে তাদের পার্থক্যটা খুব বেশি না হয়। আমাদের প্লেয়াররা যেন তাদের প্রাপ্যটাই পায়।’

৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করলেও বিসিবি ৬টি ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছে। শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৮ ফেব্রুয়ারি। অষ্টম আসরের জন্য ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্লট রাখা আছে। ছয় দল নিয়ে মাসব্যাপী চলবে এ প্রতিযোগিতা।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ