ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকে শূন্য, জয়ের আগে আছে আরো ২৩ জন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৭ ডিসেম্বর ২০২১  
অভিষেকে শূন্য, জয়ের আগে আছে আরো ২৩ জন

সাদা পোশাকের ক্রিকেটে মাহমুদুল হাসান জয়ের প্রথম ইনিংস। অথচ অভিষেক রাঙানোর বদলে দুঃস্মৃতি হয়ে রইল। স্পিনার সাজিদ খানের বল কী বুঝে ডাউন দ্য উইকেটে আসলেন তিনি! তাও ইনিংসের তৃতীয় ওভারে। বড় শট খেলার বদলে বেছে নিলেন ফরোয়ার্ড ডিফেন্স। তালগোল পাকানো শট ব্যাটের কানায় লেগে গেল স্লিপে। বাবর আজমের নির্ভর হাতে বল জমা পড়তেই শেষ!

জয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হলো শূন্য দিয়ে। তিনি শুধু একাই নন, বাংলাদেশের আরো ২৩ ক্রিকেটার নিজেদের অভিষেক টেস্টে রানের খাতা খুলতে পারেননি। তাদের মধ্যে আলমগীর কবির ও কামরুল ইসলাম রাব্বীকে একটু আলাদা করে রাখতে হবে। আলমগীর অভিষেক টেস্টের দুই ইনিংসে রানের খাতা খুলতে পারেননি। রাব্বীরও একই ঘটনা। তবে লম্বা এ তালিকায় লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সংখ্যাই বেশি।

আরো পড়ুন:

ওপেনার হিসেবে সাইফ হাসানের পর জয়ই অভিষেকে শূন্য করলেন। টপ অর্ডারে আছেন তারা দুজনই। এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে এ তালিকায় রয়েছেন জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান, মোহাম্মদ মিঠুন ও সাইফ।

বাংলাদেশের উদ্বোধনী জুটি মাথা ব্যথার বড় কারণ। সাইফকে নিয়ে স্বপ্ন বুনেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ডানহাতি ব্যাটসম্যান হতাশ করেছেন। যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার জয়কে নিয়েও বড় স্বপ্ন ছিল। কিন্তু তার শুরুটা হলো বাজে। সামনের দিনগুলোতে তাকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বলার অপেক্ষা রাখে না।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়