ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসাধারণ ডাবলে দ্রুততম সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৯, ৮ ডিসেম্বর ২০২১
অসাধারণ ডাবলে দ্রুততম সাকিব

সাজিদ খানের বল বাউন্ডারিতে পাঠিয়ে ৩১ থেকে ৩৫ রানে পৌঁছালেন সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারে সাকিব ছুঁয়ে ফেললেন ৪০০০ রানের মাইলফলক। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব এই কীর্তি গড়লেন। সঙ্গে অসাধারণ এক ডাবলের রেকর্ডও গড়েছেন।

৪ হাজার থেকে ৬৭ রান দূরে থাকতে ঢাকা টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব। প্রথম ইনিংসে ৩৩ রান করে ব্যবধান কিছুটা কমিয়ে আনেন। দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করে অসাধারণ অর্জনে নিজের নাম তোলেন বাংলাদেশের সুপারস্টার।

আরো পড়ুন:

ক্রিকেট বিশ্বের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্টে ৪০০০ এর বেশি রান ও ২০০ এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি স্পিনার। সাদা পোশাকে ৪০০১ রান করা সাকিব বল হাতে পেয়েছেন ২১৫ উইকেট।

সাকিবের সঙ্গে এলিট এই ক্লাবে রয়েছেন স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি। তবে সাকিব সবচেয়ে দ্রুততম সময়ে এ ক্লাবে প্রবেশ করেছেন। ৫৯ ম্যাচে সাকিব অসাধারণ এ ডাবল অর্জন করেছেন।

সাকিবের আগে দ্রুততম এ ডাবল ছুঁয়েছিলেন স্যার ইয়ান বোথাম (৬৯), স্যার গ্যারফিল্ড সোবার্স (৮০), কপিল দেব (৯৭), ড্যানিয়েল ভেট্টরি (১০১) ও জ্যাক ক্যালিস (১০২)।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়