ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

টেস্ট জয়ের সম্ভাবনা নিয়ে ডমিঙ্গো যা বললেন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৯ মার্চ ২০২২   আপডেট: ১৯:১৭, ২৯ মার্চ ২০২২
টেস্ট জয়ের সম্ভাবনা নিয়ে ডমিঙ্গো যা বললেন

এই তো গত জানুয়ারির কথা, মাউন্ট মঙ্গানুইয়ে আন্ডারডগ বাংলাদেশ হারিয়ে দেয় নিউ জিল্যান্ডকে। ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও অকল্পনীয় ফল পেয়েছে, এবার রঙিন জার্সিতে। ২-১ এ ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট মিশনে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বে আরেকটি ইতিহাস গড়তে পারবে তো বাংলাদেশ?

ডারবানের কিংসমিডে প্রথমবার টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডে টেস্ট জয় ও প্রোটিয়াদের ঘরে ওয়ানডে সিরিজ জেতা থেকে প্রেরণা পাচ্ছে বাংলাদেশ। জয়ের আত্মবিশ্বাসের কমতি নেই।

নিজেদের শতভাগ দিতে পারলে বাংলাদেশ জিততে পারবে বিশ্বাস কোচ রাসেল ডমিঙ্গোর, ‘আমি জয় এনে দেই না, দল জয় এনে দেয়। ওয়ানডে সিরিজে দল ভালো খেলেছে। যেটা বললাম, কঠিন সিরিজ হবে। আমাদের ভালো খেলতে হবে। ওরা তাদের হোম কন্ডিশনে খেলবে। আমরা আন্ডারডগ হিসেবে নিজেদের শতভাগ দিব। ভালো খেললে ফলাফল পক্ষেই আসবে।’

উইকেট প্রসঙ্গে কোচ বলেছেন, ‘আমরা যে ধরনের উইকেটে টেস্টের প্রস্তুতি নিয়েছি, মূল ম্যাচের উইকেটও ওরকম। তাই আশা করছি প্রস্তুতির উইকেটে অনুশীলন কাজে দিবে। বাংলাদেশের চেয়ে এই উইকেটে বেশি বাউন্স থাকবে। তবে এতটা বেশিও নয় যতটা মাতামাতি হচ্ছে। বিগত কয়েক বছর ধরে কিছুটা ধীর হয়ে গেছে। তবে বাউন্স থাকবে।’

আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন দুর্বল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আরেকটি ইতিহাস গড়তে পারে কি না দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়