ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্বিতীয় হওয়া আমার জীবনের গল্প: ক্লপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৩ মে ২০২২  
দ্বিতীয় হওয়া আমার জীবনের গল্প: ক্লপ

মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে ব্যর্থ হলো লিভারপুল। ২০১৯ সালের মতো এবারও ম্যানচেস্টার সিটি একই পয়েন্ট ব্যবধানে হলো চ্যাম্পিয়ন।

স্টিভেন জেরার্ডের অ্যাস্টন ভিলা ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে এগিয়ে ছিল। তাতে করে আশা জাগে অ্যানফিল্ড স্টেডিয়ামে, লিভারপুল উলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে পিছিয়ে রেখেছিল।

কিন্তু আরেকটি অবিস্মরণীয় প্রত্যাবর্তনে ৩-২ গোলে ঘরের মাঠে জিতে যায় ম্যানসিটি। তাতে পাঁচ মৌসুমে চতুর্থবার চ্যাম্পিয়ন হলো দলটি।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘ম্যানসিটি ও পেপ গার্দিওলাকে অভিনন্দন। অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটনকেও অভিনন্দন দারুণ ম্যাচ খেলার জন্য। এই ফল আমরা চেয়েছিলাম না। এটা ছিল রোলারকোস্টারের মতো। আমি ম্যাচের ফল ঠিকঠাক জানি না কিন্তু আমি একসময় শুনেছিলাম যে তারা ১-০ তে পিছিয়ে ছিল, এমনকি ২-০ তেও। অবশ্যই আমরা হতাশ।’

ক্লপ আরো বলেন, ‘(দ্বিতীয় স্থানে শেষ করা) আমার জীবনের গল্প। সর্বোচ্চ পয়েন্ট পেয়েও জার্মানিতে প্রমোশন না পাওয়ার রেকর্ডধারী। অন্য দলগুলোর চেয়ে আপনাকে বেশি পয়েন্ট পেতে হবে, কিন্তু আমরা তা পারিনি।’

তবে এখানেই থেমে যেতে চান না লিভারপুল কোচ, এই জার্মান ট্যাকটিশিয়ান শিরোপার জন্য লড়ে যাবেন, ‘আপনার সর্বোচ্চটা দেওয়ার চেয়ে বেশি কিছু করতে পারেন না। ছেলেরা আবারও সেটা করেছে। আমরা বিশ্বের সেরা দলকে তাড়া করেছিলাম, এটা ছিল বিশেষ। আমরা আবারও দল তৈরি করব এবং সামনে এগিয়ে যাব।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়