ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিক্সটি খেলতে সিপিএল বাদ দিলেন গেইল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৮ জুন ২০২২  
সিক্সটি খেলতে সিপিএল বাদ দিলেন গেইল

২০২২ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন ক্রিস গেইল। নতুন নিয়মের টি-১০ প্রতিযোগিতা ‘সিক্সটি’তে খেলতে এই সিদ্ধান্ত।

সেন্ট কিটসে ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হবে ষাট বলের নতুন টুর্নামেন্ট, সিপিএল মৌসুমের ঠিক আগে।

আরো পড়ুন:

সিক্সটির অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করবেন গেইল। ২১ আগস্ট নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের পাওয়া যাবে। এ প্রতিযোগিতায় কিছু বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও প্রত্যাশা করা হচ্ছে।

গেইল এক মিডিয়া বিবৃতিতে বলেছেন, ‘আমি এ বছর ছোট ফরম্যাটে খেলছি। সিক্সটির বর্তমান উদ্ভাবন নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। দেখতে চাই কেমন খেলা হয়। নির্দিষ্ট করে বললে, রহস্যময় টিম বল দেখতে ও প্রথম ১২ বলে দুটি ছয় মেরে তৃতীয় পাওয়ার প্লে ওভার আনলক করতে মুখিয়ে আমি।’

গত বছর সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে সিপিএল খেলেন গেইল এবং শিরোপাও জেতেন। ব্যক্তিগত কারণে ২০২০ সালের সিপিএলে খেলেননি।

৪২ বছর বয়সী গেইল এই প্রতিযোগিতায় ২৫১৯ রান করেছেন, গড় ৩৬.৫০ ও স্ট্রাইক রেট ১৩৩.১৩। লিগে তার চেয়ে বেশি রান কেবল লেন্ডল সিমন্সের (২৬২৯)। গত ফেব্রুয়ারিতে গেইল শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়