ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৪
গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের নতুন রেকর্ড

টি-টোয়েন্টির ফেরিওয়ালা বলা হয় ক্রিস গেইলকে। অন্যদিকে ক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। দুজনেই এ পর্যন্ত অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গেইল ৪৬৮ ম্যাচ খেলে রান করেছেন ১৪ হাজার ৫৬২টি। অন্যদিকে কোহলি ৩৭৬ ম্যাচ খেলে রান করেছেন ১১ হাজার ৯৯৪টি।

তবে বাবর আজম ২৭১ ইনিংস খেলেই পেছনে ফেলে দিয়েছেন গেইল ও কোহলিকে। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আর সেটা করতে গিয়ে পেছনে ফেলেছেন গেইল-কোহলির মতো মায়েস্ত্রাকে।

আরো পড়ুন:

১০ হাজার রানের মাইলফলক ছুঁতে বাবরের আজ প্রয়োজন ছিল মাত্র ৬ রান। পেশাওয়ার জালমির ব্যাটিং ব্যর্থতার দিনেও হাসলো তার ব্যাট। করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭টি চার ও ১ ছক্কায় খেলেন সর্বোচ্চ ৭২ রানের ইনিংস। আর এ সময় তিনি ছাড়িয়ে যান গেইল ও কোহলিকে। বাবর মাত্র ২৭১ ইনিংস খেলে ১০ হাজার রান করেন। আর গেইল করেন ২৮৫ ইনিংসে। কোহলি ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ২৯৯ ইনিংসে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়