ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেনা যায়?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৩ জুন ২০২৫   আপডেট: ১৯:২৮, ৩ জুন ২০২৫
চেনা যায়?

মাথায় বড় পাগড়ি। লাল রঙের। গায়ে রয়্যাল চ্যালেঞ্জার্স জার্সি। নিচে কালো জিন্স। মুখে একটা চিরচেনা হাসি। পরের ছবিটায় দেখালেন পেছনের দিকটা। সেখানে বড়সড় করে লিখা নাম, ক্রিস গেইল! 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে মাঠে হাজির হয়ে গেছেন ক্যারিবীয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেঙ্গালুরুর জার্সিতে তাকে চেনাই যাচ্ছিল না। প্রিয় দল বেঙ্গালুরু আরো একবার ফাইনালের মঞ্চে। আরো একবার দলকে উৎসাহ জুগাতে, প্রেরণা দিতে গেইলকে পাশে পেল আরসিবি। যদিও পাঞ্জাবের হয়েও গেইল খেলেছেন আইপিএলে। 

আরো পড়ুন:

৪৫ বছর বয়সী গেইল আইপিএলের তিনটি দলে খেলেছেন। সবশেষ ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত চারটি আসরে খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। এর আগে টানা সাত বছর তাকে দেখা গেছে বেঙ্গালুরুর জার্সিতে। শুরুর দুই আসরে ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে। 

সব মিলিয়ে ১৪২ আইপিএলের ম্যাচে ৪ হাজার ৯৬৫ রান করেছেন গেইল। বেঙ্গালুরুর জার্সিতে ২০১৩ সালে খেলেছিলেন ১৭৫ রানের ইনিংস। যা এখনো আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। 

আইপিএলের শিরোপা অধরা থেকেছে গেইলের। আজ গেইলের সামর্থনে আরসিবি শিরোপা পায় কিনা দেখার।
 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়