ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের উন্নতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২০ জুলাই ২০২২  
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের উন্নতি

শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টে পাকিস্তানের অবিস্মরণীয় জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর অবস্থানে রদবদল হয়েছে। বাবর আজমের দল ৩৪২ রান তাড়া করেছে সাফল্যের সঙ্গে এবং ৪ উইকেটের এই জয়ে আগামী বছরের চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে।

দুর্দান্ত এই জয়ে পাকিস্তান শ্রীলঙ্কাকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠেছে। এই আসরে নিজেদের চতুর্থ জয়ে পয়েন্টের শতাংশ ৫৮.৩৩। এশিয়ান দলটির উপরে কেবল দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৭০ শতাংশ)।

শুরুর দিকে শীর্ষে থাকা শ্রীলঙ্কার জন্য খারাপ খবর। তিন ধাপ নেমে তারা ষষ্ঠ স্থানে, জয়-পরাজয়ের হিসাবে তাদের প্রাপ্তি ৪৮.১৫ শতাংশ পয়েন্ট।

ভারতেরও লাভ হয়েছে পাকিস্তানের জয়ে। তারা এক ধাপ এগিয়ে চতুর্থ (৫২.০৮ শতাংশ)। ওয়েস্ট ইন্ডিজ (৫০ শতাংশ) আছে পাঁচে।

আগামী সপ্তাহে আবার গলে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। জিতলে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান আরও ঘুচাবে বাবরের দল। আর হেরে গেলে নেমে যাবে পাঁচে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো জয়ে শ্রীলঙ্কা ফিরে পেতে পারে তৃতীয় স্থান।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়