ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেলো চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ৬ অক্টোবর ২০২২  
চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেলো চেলসি

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে তারা ৩-০ গোলে হারিয়েছে এসি মিলানকে। এই জয়ে ‘ই’ গ্রুপের তলানি থেকে দুইয়ে উঠে গেছে ব্লুরা।

সিরি ‘আ’ প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি প্রিমিয়ার লিগ দল। প্রথমার্ধেই ওয়েসলি ফোফানা গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেন। পিয়েরে এমেরিক অবেমেয়াং ও রিচি জেমস আরও গোল করে গ্রাহাম পটারের দলকে এই মৌসুমে প্রথমবার টানা দুটি ম্যাচ জেতান।

পটার বলেন, ‘পারফরম্যান্স নিয়ে খুশি এবং শীর্ষ প্রতিপক্ষের বিপক্ষে যে মনোভাব দেখালো, তা দারুণ।’

মিলানকে শুরু থেকে চাপে রেখেছিল চেলসি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা। বিশেষ করে থিয়াগো সিলভার হেড ছিল অসাধারণ। গোলকিপার সিপ্রিয়ান তাতারুসানু দারুণ সেভে তাকে হতাশ করেন।

চেলসি এগিয়ে যায় এই মৌসুমের চুক্তি ফোফানার গোলে। কর্নার থেকে উড়ে আসা আলগা বলে ২৪ মিনিটে ১-০ করেন এই ফরাসি। লিস্টার সিটি থেকে এই মৌসুমে চুক্তি করার পর এটি তার প্রথম গোল।

গোল করার ১৪ মিনিট পর ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন ফোফানা। পটার জানিয়েছেন, বৃহস্পতিবার স্ক্যানের পর তার চোটের অবস্থা জানা যাবে।

বিরতির ১১ মিনিট পর অবেমেয়াং জেমসের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন। গোল বানিয়ে দেওয়ার ছয় মিনিট পর গোল করেন জেমস।

ডিনামো জাগরেবকে ১-০ গোলে হারিয়ে এফসি সলজবুর্গ তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়