ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাচ ব্রাজিলের তরুণ তারকাদের ভাষা: তিতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৬ ডিসেম্বর ২০২২   আপডেট: ১১:২৫, ৬ ডিসেম্বর ২০২২
নাচ ব্রাজিলের তরুণ তারকাদের ভাষা: তিতে

দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠিয়ে ভিনিসিউস জুনিয়র উল্লাসে ভাসলেন। তার কাছে ছুটে গেলেন নেইমার-রিচার্লিসনরা। একে অন্যের কাঁধে হাত দিয়ে লাফালেন, তারপর পাশাপাশি দাঁড়িয়ে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। ব্রাজিলের প্রতি গোলেই হলো নৃত্যময় উদযাপন। অনেকের মতে এটি ‘অসম্মানজনক’ কিংবা ‘বাড়াবাড়ি’ হলেও নেইমারদের পাশে দাঁড়ালেন প্রধান কোচ তিতে।

ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে তিতে বললেন, ব্রাজিল জিততে থাকলে সম্ভবত তিনিও নাচতে থাকবেন। এই নাচকে ব্রাজিলের তরুণ তারকাদের ভাষা বললেন তিনি। ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর দলের মানসিকতারও প্রশংসা করেছেন ৬১ বছর বয়সী কোচ।

তিতে বলেন, ‘তারা খুব অল্প বয়সী এবং আমি সবসময় তাদের ভাষার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তাদের একটি ভাষা আছে, সেটা নাচের।’ রিচার্লিসনের চমৎকার গোলে ব্রাজিল ৩-০ তে এগিয়ে যায়, তারপর দৌড়ে যান সাইডলাইনে। কোচকে ডাকেন, তারপর সবাই গোল করে দাঁড়ালেন এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার কোচকে দিয়ে কিছু নাচের স্টেপ করালেন।

নেচে এই উদযাপন আগেই পরিকল্পনা করে রেখেছিল ব্রাজিল। ম্যাচের আগে তিতে খেলোয়াড়দের বলেছিলেন, তিনিও এই নাচের সঙ্গে কিছুটা পরিচিত এবং তাকে শিখিয়ে দিলে তিনিও তাদের সঙ্গে নাচবেন। এই বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া তিতে বললেন, ‘আপনাকে শিখতে হবে মুভগুলো। এগুলো বেশ কঠিন।’

তবে এই নাচ যেন ভুল অর্থ দাঁড় না করায় সেই ব্যাপারে সতর্ক তিতে, ‘আমাকে খুব সতর্ক থাকতে হবে। কিছু দুষ্ট লোক আছে যারা বলবে এটা ছিল অসম্মানজনক।’

এমন কোনও অভিলাষ তাদের ছিল না বললেন কোচ। এটা ছিল আনন্দের বহিঃপ্রকাশ। দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো ও প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা বরাবরই ছিল তার। তিনি বলেন, ‘গোল করা, দল, পারফরম্যান্স ও ফলাফলের জন্য আনন্দের বহিঃপ্রকাশ ছিল এটি।’   

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়