ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

এলপিএল সিংগিং চ্যালেঞ্জ: সাকিব গাইলেন, আজ কাল তেরে মেরে প্যায়ার কে…

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ৬ আগস্ট ২০২৩   আপডেট: ১২:২১, ৬ আগস্ট ২০২৩
এলপিএল সিংগিং চ্যালেঞ্জ: সাকিব গাইলেন, আজ কাল তেরে মেরে প্যায়ার কে…

শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে এবার ভিন্ন এক চ‌্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। গলে টাইটান্সের হয়ে এবার প্রথম এলপিএল খেলছেন সাকিব। ব‌্যাট-বলে পারফরম‌্যান্স খারাপ না। আবার খুব যে ভালো তাও না। তবে মাঠের বাইরে বেশ ভালো সময় যাচ্ছে তার। কেননা তার কণ্ঠে যে শোনা গেল মোহাম্মদ রাফি ও সুমান কল্যাণপুরের বিখ‌্যাত গান, ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কে চার্চে হার জুবান পার।’

শ্রীলঙ্কার তারকা গায়িকা ইয়োহানি ডি সিলভা সাকিবকে ছুঁড়ে দেন এলপিএল সিংগিং চ‌্যালেঞ্জ।  মানিকে মাগে হিতে গান দিয়ে ২০২১ সালে আলোড়ন ফেলে দেওয়া ইয়োহনি এখন এশিয়ায় বেশ জনপ্রিয়। এবার এলপিএলে তাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে আয়োজকরা। তাই বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার সাকিবের সাক্ষাৎকার নেন তিনি। সেখানে এক পর্যায়ে ইয়োহনি তাকে গান গাওয়ার চ‌্যালেঞ্জ দেন। সাকিব প্রস্তুত কিনা ইয়োহনি জানতে চাইলে অকপটে তিনি বলেন, ‘আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করব… জীবনে কখনও গান গাইনি…।’

এরপর ইয়োহনি শোনান বিখ‌্যাত সেই গান। সাকিবও তার কণ্ঠে সুর মেলান। শুরুতে হিন্দি গানে সাকিবের অনভ‌্যস্ততা ফুটে উঠে। পরে সাবলীল ভাবে গান গেয়ে চ‌্যালেঞ্জ উতরে যান।

সাক্ষাৎকারের শুরুতে এলপিএল অভিজ্ঞতা নিয়ে সাকিবের কাছে জানতে চান ইয়োহনি। সাকিব বেশ আন্তরিকতা নিয়ে বলেছেন, ‘যতদূর মনে পড়ে, অনূর্ধ্ব-১৯ থেকে বেশ নিয়মিতই শ্রীলঙ্কা সফরে আসি। প্রতি দুই বছরে অন্তত একবার বাংলাদেশের সফর থাকেই এখানে। এখানে তাই বেশ অনেকবারই এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে আমার এবারই প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুবই রোমাঞ্চিত আমি। সময় ভালো কাটছে। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আশা করি, এই ফর্ম আমরা ধরে রাখতে পারব।’ 

শ্রীলঙ্কায় আতিথেয়তায় মুগ্ধ হওয়া সাকিব যোগ করেন, ‘আতিথেয়তা… এখানকার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার থাকতে পারে না। অবশ্যই এই দেশ খুবই সুন্দর। তবে এর বাইরে, আতিথেয়তাও দারুণ।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়