ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবকে শুভকামনা জানালেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৫৯, ২৬ নভেম্বর ২০২৩
সাকিবকে শুভকামনা জানালেন মাশরাফি

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। প্রথমবার নির্বাচন করতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব মনোনয়ন পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মুজিব কোট পরা সাকিবের একটি ছবি দিয়ে সামাজিক যোগাযোম মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন, ‘ক্রিকেটের মতোই বিশাল হোক তোর এই পথচলা…শুভকামনা নেতা।’

আরো পড়ুন:

এর আগে, রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাগুরা-১ আসনে সাকিবের মনোনয়ন পাওয়ার ঘোষণা দেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে গত ১৮ নভেম্বর তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব। আসনগুলো হলো ঢাকা- ১০, মাগুরা- ১ ও ২।

ঢাকা/আমিনুল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়