ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিটনের ফেরার ম্যাচে ১৪৯ রানে থামলো কুমিল্লা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৪
লিটনের ফেরার ম্যাচে ১৪৯ রানে থামলো কুমিল্লা 

প্রথম পাঁচ ম্যাচে ৩৭ রান। এক ম্যাচ রানের খাতাই খুলতে পারেননি। দুই ম্যাচ পেরোতে পারেননি দুই অংকের ঘর। অবশেষে ষষ্ঠ ম্যাচে এসে চার-ছয়ের ফুলঝুরিতে দেখা মিলেছে পুরোনো লিটন দাসের। অবশ্য মাত্র ৫ রানের জন্য ছুঁতে পারেননি ফিফটি। 

খুলনা টাইগার্সের বিপক্ষে লিটনের ফেরার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিং করে কুমিল্লা। 

আরো পড়ুন:

৩০ বলে সর্বোচ্চ ৪৫ রান করেন লিটন। তার ইনিংসে ছয়ের মার ছিল চারটি। আর চারের মার দুটি। কিন্তু মোহাম্মদ রিজওয়ান আর আজই প্রথম খেলতে নামা উইল জ্যাকসের ধীরগতির ইনিংসের কারণে চাপে পড়ে কুমিল্লা। 

রিজওয়ান ২৮ বলে ২১ ও জ্যাকস ২৭ বলে ২২ রান করেন। শেষ দিকে অবশ্য ক্যামিও ইনিংসে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন জাকের আলী অনিক-মাহিদুল ইসলাম অঙ্কন। জাকের ৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন। অঙ্কন ৫ বলে ১০ রান করেন। শেষ ওভারে দুই আউট না হলে কুমিল্লার রান কিছুটা হলেও বাড়তো।

খুলনার হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও ফাহিম আশরাফ। 

ঢাকা/রিয়াদ/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়