ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ জামালের জয়ের নায়ক টিপু সুলতান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১১ মার্চ ২০২৪  
শেখ জামালের জয়ের নায়ক টিপু সুলতান

ঢাকা প্রিমিয়ার লিগ জয়ে শুরু করলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গতবারের রানার্সআপরা হারিয়েছে প্রথম বিভাগ থেকে উঠে আসা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে। সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স আগে ব্যাটিং করতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায়। জবাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৩১.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। ৬ উইকেটে জয় পায় তারা। 

শেখ জামালের জয়ের নায়ক স্পিনার টিপু সুলতান। বাঁহাতি স্পিনার ১০ ওভারে ৩০ রানে ৪ উইকেট নেন। ইনিংসের শুরুতে ইফতেখার হোসেন ইফতিকে (৩১) ড্রেসিংরুমে পাঠানোর পর মধ্যভাগে সাঈদ সরকার (১), শামীম মিয়া (৭) ও ইফতেখার সাজ্জাদের (০) উইকেট নেন টিপু। এছাড়া পেসার রিপন মন্ডল ২ এবং শফিকুল ইসলাম, আরিফ আহমেদ ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন। 

আরো পড়ুন:

গাজী টায়ার্সের হয়ে ব্যাট হাতে একাই লড়েন ওপেনার আশিকুর রহমান শিবলি। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৮৯ রান করেন। ১৮৭ মিনিট ক্রিজে কাটালেও সঙ্গী অভাবে শেষ পর্যন্ত সেঞ্চুরি পাওয়া হয়নি তার।

সহজ লক্ষ্য তাড়ায় ২৬ রানে ২ উইকেট হারায় শেখ জামাল। সৈকত আলী রানের খাতা খোলার আগে আউট হন। রবিউল ইসলাম রবির ব্যাট থেকে আসে ৩ রান। সেখান থেকে সাইফ হাসান ও ফজলে মাহমুদের জুটিতে শেখ জামালের দলীয় রান  ৯১-তে পৌঁছায়। সাইফ ৬৩ বলে করেন ৪৫ রান। ফজলে মাহমুদ ৫৩ বলে করেন ৩১ রান। দুজনই মারুফ মৃধার বলে পরপর দুই ওভারে ফেরেন ড্রেসিংরুমে। 

এরপর ক্রিজে এসে কাজী নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী চৌধুরী দায়িত্ব নিয়ে ব্যাটিং করে শেখ জামালকে জয়ের বন্দরে নিয়ে যান। সোহান ৩৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন ইয়াসির। তাদের ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেখ জামাল ম্যাচ জিতে যায় সহজে। এ জয়ে ২ পয়েন্ট নিয়ে ঢাকা লিগের যাত্রা ভালো ভাবে শুরু করলে সাবেক চ্যাম্পিয়নরা।

ঢাকা/ইয়াসিন/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়