ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেস্টেও নেই সাকিব, খেলবেন ডিপিএল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪
টেস্টেও নেই সাকিব, খেলবেন ডিপিএল

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান খেলবেন না তা পুরোনো খবর। নতুন খবর হলো, সাকিব টেস্টেও থাকবেন না। এ খবর নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জালাল ইউনুস বলেন, ‘সাকিব শ্রীলঙ্কা সিরিজের জন্য ব্রেক নিয়েছে। শুধু টি-টোয়েন্টি ও ওয়ানডে নয় টেস্টেও সাকিব খেলবে না।’

আরো পড়ুন:

চোখের সমস্যার জন্যই যে সাকিব শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন তা বলতে দ্বিধা করেননি জালাল ইউনুস, ‘তার চোখে একটা সমস্যা ছিল তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক। আশা করি সে যেহেতু এখন ব্রেক নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য যখন ফিরবে ভালোভাবেই ফিরবে।’

চোখের সমস্যা সাকিবের দীর্ঘদিন ধরেই হচ্ছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ভারতে ডাক্তার দেখিয়েছিলেন। এরপর যুক্তরাষ্ট্র, ঢাকা, যুক্তরাজ্য এবং সবশেষ সিঙ্গাপুরে বিশেষজ্ঞর স্বরণাপন্ন হন। তবে চোখের মূল সমস্যা কোথায় তা ধরতে পারেননি।

শুরুতে তার পারফরম্যান্সে কমতি থাকলে বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে সাকিব দুর্বার। মাঠে নামলেই রান। বোলিংয়ে পাচ্ছেন উইকেট। ১১ ম্যাচে ২৪৯ রান করেছেন। উইকেট নিয়েছেন ১৭টি। সাকিবের থেকে এমন পারফরম্যান্সই সবাই আশা করে জানিয়ে জালাল ইউনুস যোগ করেছেন, ‘সে ক্লাস প্লেয়ার। তারা যে কোনো সময়…ক্রিকেট এমন একটি খেলা আজকে একটা মৌসুম খারাপ যাবে। দেখবেন পরের মৌসুম খুব ভালো যাচ্ছে। এই উঠা-নামাটা থাকে। কিন্তু এটা মানে না যে আউট অব ফর্ম। সাকিবের এই ফিরে আসাটা দারুণ। সে আগেও ইনফর্ম ছিল। চোখের সমস্যা হচ্ছিল। সেটা সাময়িক।’

শোনা যাচ্ছে, সাকিব জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সিরিজে না খেললেও মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখানো সাকিব শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলতে চেয়েছেন বলে ক্লাব সূত্রে জানা গেছে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই কথা বলবে রাজী হয়নি। তবে পঞ্চাশ ওভারের ম্যাচে খেলতে সাকিব মাঠে নামবেন সেই প্রস্তুতি শেখ জামালও নিয়ে রেখেছে।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়