ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলের আগে দেশে ফিরে এলেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ মার্চ ২০২৪  
আইপিএলের আগে দেশে ফিরে এলেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে খেলেননি তিনি। ছিলেন না দেশেই। ইংল্যান্ডে তার পুত্রসন্তান অকায়ের জন্ম হয়। সেই থেকে রীতিমতো আড়ালে ছিলেন বিরাট কোহলি। অবশেষে শনিবার তাকে দেখা গেল। লন্ডন থেকে দেশে ফিরেন তিনি। এয়ারপোর্টে দেখা যায় কোহলিকে।

মূলত আইপিএলকে সামনে রেখেই দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ছবি তোলার জন্য পোজ দেন। এরপর নিজের গাড়ীতে উঠে চলে যান। বিমানবন্দরের তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে ভক্ত-সমর্থকরা ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন কোহলিকে।

আরো পড়ুন:

১৭তম আইপিএলে কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন। ২২ মার্চ উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবেন কোহলিরা। ২০০৮ সাল থেকে আইপিএল শুরু হলেও এখনও শিরোপা জেতা হয়নি বেঙ্গালুরুর। আজ-কালকের মধ্যেই তিনি বেঙ্গালুরুর অনুশীলনে যোগ দিবেন ভারতের সাবেক অধিনায়ক।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়