ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

সাভারে লরি দুর্ঘটনায় বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২ এপ্রিল ২০২৪  
সাভারে লরি দুর্ঘটনায় বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ৯টা থেকে ম্যাচ দুটি শুরু হতো। কিন্তু অংশগ্রহণকারী চার দলের কেউ ম্যাচের আগে মাঠে পৌঁছতে পারেনি। শুধু খেলোয়াড়রা নয় ম্যাচ অফিসিয়ালদের কেউও মাঠে পৌঁছতে পারেননি।

কারণ, ঢাকার সাভারে একটি তেলের লরি উল্টে আগুন লেগে পাঁচটি গাড়ি পুড়ে গেছে। সেই দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণেই খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে যেতে পারেননি। এ কারণে আজকের বিকেএসপির ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।

ম্যাচগুলো আগামীকাল একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকালের যে নির্ধারিত ম্যাচ ছিল সেগুলো পরদিন অনুষ্ঠিত হবে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন রাইজিংবিডিকে জানিয়েছেন, তীব্র যানজটের কারণে খেলোয়াড়, অফিসিয়াল কেউ মাঠে যেতে পারেননি। এ কারণে খেলা স্থগিত করা হয়েছে। খেলাগুলো বডিলি শিফট করা হয়েছে। বিকেএসপির ম্যাচ দুটি বাতিল হলেও আরেক মাঠে ফতুল্লায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচটি সময়মতোই শুরু হয়েছে।

ইয়াসিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়