ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

৩৯ বলে হেডের সেঞ্চুরি, ২২ ছক্কার ইনিংসে রেকর্ডের ছড়াছড়ি 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:২৪, ১৬ এপ্রিল ২০২৪
৩৯ বলে হেডের সেঞ্চুরি, ২২ ছক্কার ইনিংসে রেকর্ডের ছড়াছড়ি 

শুধু ছয়-চার মেরে ২০২ রান! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ছয়-চারের বৃষ্টিতে রেকর্ডের পর রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 

সোমবার (১৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুর মাঠে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২৮৭ রান করে সানরাইজার্স। আইপিএলের ইতিহাসে তা সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ এবারই হয়েছে। 

মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন ট্রাভিস হেড। আইপিএলে তা চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল। হেড ৪১ বলে ১০২ রান করে আউট হন। 

হেড আউট হওয়ার পর মাঠে নামেন হেনরিক ক্লাসেন। তিনি মাত্র ২৩ বলে ফিফটি করেন। শেষ পর্যন্ত আউট হন ৩১ বলে ৬৭ রান করে। শেষদিকে ঝড় তোলেন এইডেন মার্করাম ও আব্দুল সামাদ। মার্করাম ১৭ বলে ৩২ ও সামাদ ১০ বলে ৩৭ রান করেন। 

এই ম্যাচে ছক্কা হয়েছে ২২টি, যা আইপিএলের কোনো ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ছয় ছিল ২১টি।  ১৪.৬ ওভারে ২০০ রান পূর্ণ করে সানরাইজার্স। যা আইপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম। এর আগে ১৪.১ ওভারে ২০০ হওয়ার রেকর্ড রয়েছে। 

আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত ৫ বার আড়াইশ রানের বেশি হয়েছে। এর মধ্যে এবারের আসরেই হয়েছে ৩টি। 

রিয়াদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়