ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

রশিদ ঝড়ের পরও সর্বনিম্ন রানে অলআউট গুজরাট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৭ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:২০, ১৭ এপ্রিল ২০২৪
রশিদ ঝড়ের পরও সর্বনিম্ন রানে অলআউট গুজরাট

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অল্পরানেই গুটিয়ে গেল গুজরাট টাইটান্স। আহমেদাবাদে আজ বুধবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে তারা। যা আইপিএলে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে তারা ১২৫ রানে অলআউট হয়েছিল। যা এতোদিন ছিল তাদের সর্বনিম্ন।

গুজরাটের ইনিংসে মাত্র তিনজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে রশিদ খান ঝড় তোলেন। তিনি ২৪ বলে ২টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩১ রান করেন। ২ চারে ১২ রান করেন সাই সুদর্শন। আর ১০ রান করেন রাহুল তেওয়াটিয়া।

ব্যাট করতে নেমে ৪৮ রানেই ৬ উইকেট হারিয়ে বসে গুজরাট। সে সময় মাঠে নামেন রশিদ খান। তিনি ৩১ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ৮৮ পর্যন্ত নিয়ে যান। এই রানে তিনি আউট হওয়ার পর ৮৯ রানেই অলআউট হয়ে যায় গুজরাট।

বল হাতে দিল্লির মুকেশ কুমার ২.৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২ ওভারে ৮ রান দিয়ে ২টি উইকেট নেন ইশান্ত শর্মা। ট্রিস্টান স্টাবস ১ ওভারে ১১ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন খলিল আহমেদ ও অক্ষর প্যাটেল।

আগের ৬ ম্যাচ থেকে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গুজরাট আছে ষষ্ঠস্থানে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে দিল্লি আছে নবম স্থানে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়