ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

‘সবসময় রেফারি নিয়ে কান্না বন্ধ করা উচিত’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২০ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:২২, ২০ এপ্রিল ২০২৪
‘সবসময় রেফারি নিয়ে কান্না বন্ধ করা উচিত’

ইউরোপের ফুটবলে ‘এল ক্লাসিকো’ মানেই বাড়তি উত্তাপ। স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইয়ে অবশ্য আগের মতো উন্মাদনা নেই। নিরুত্তাপ এল ক্লাসিকোর জন্য বার্সেলোনাকে দায়ী করলেন রিয়ালের সাবেক তারকা মেসুত ওজিল। সেই সঙ্গে রেফারিং নিয়ে অভিযোগ বন্ধ করতে বললেন।

আগামীকাল রোববার (২০ এপ্রিল) লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই ম্যাচকে ঘিরে স্প্যানিশ দৈনিক মার্কার সঙ্গে আলাপচারিতায় নিজের মতামত জানিয়েছেন সাবেক জার্মান তারকা ওজিল।

ওজিল বলেন, 'এই মূহুর্তে এটি (এল ক্লাসিকো) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। দুর্ভাগ্য আমাদের, পেপ (গার্দিওলা) এর আমলের বার্সা ছিল ইতিহাসের অন্যতম সেরা দল। তখন এল ক্লাসিকোর মান ছিল অন্য পর্যায়ে, যা এখনকার তুলনায় ভিন্ন ছিল।’

এল ক্লাসিকো দিনকে দিন পানসে হওয়ার পেছনে ওজিল রিয়ালের দোষ দেখেন না। তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের দোষ নেই। রিয়াল এখনও বিশ্বের অন্যতম সেরা ক্লাব। সমস্যা হলো বার্সেলোনাকে নিয়ে, তারা নিজেদের যেন হারিয়ে ফেলছে। তারা ভুগছে নিয়মিত তবে তারা চেষ্টা করছে ভালো করার।'

ওজিলের মতে, মানুষ এখন লা লিগার ইতিহাসে অন্যতম সেরা দুই ক্লাবের লড়াইয়ের চেয়ে প্রিমিয়ার লিগের লড়াই বেশি উপভোগ করে, ‘আজকাল লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি বা অন্যান্য প্রিমিয়ার লিগের খেলার দিকেই বেশি মানুষের মনোযোগ। ক্লাসিকোতে তেমন কিছুই আর নেই।’

সাম্প্রতিক সময়ে রেফারিং নিয়ে বার্সেলোনার অভিযোগের শেষ নেই। ওজিল মনে করেন রেফারিং নিয়ে অভিযোগ না করে বার্সেলোনার উচিত খেলাতে মনোযোগ দেওয়া। সাবেক রিয়াল তারকার মত, ‘তাদের সব পজিশনেই ভালো খেলোয়াড় আছে কিন্তু ইনজুরি সমস্যা বেশ ভোগাচ্ছে। তাদের নিজেদের ভুলগুলো দেখা উচিত আর সবসময় রেফারি নিয়ে কান্না করা বন্ধ করা উচিত।’

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়