ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টার্গেট ১৬০-১৭০ হলে আমাদের জন্য ভালো হতো: শান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৫, ২৩ জুন ২০২৪  
টার্গেট ১৬০-১৭০ হলে আমাদের জন্য ভালো হতো: শান্ত

ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৬০-১৭০ রানে আটকে রাখার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু ধ্রুপদী ব্যাটিংয়ে বাংলাদেশের নির্বিষ বোলিং আক্রমণের বিপক্ষে ভারত ৫ উইকেটে ১৯৬ রান করে। যা বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এই রান বাংলাদেশের জন্য বড় হয়ে গেছে বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও বিবর্ণ বোলিংয়ের পর হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশ করতে পারে মাত্র ১৪৬ রান। ৫০ রানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় হয়ে গেছে বাংলাদেশ।

আরো পড়ুন:

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক শান্ত বলেছেন, ‘আমি মনে করি, আমরা ভেবেছিলাম ১৬০-১৭০ রানের মতো হবে। যদি হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু তারা যেভাবে ব্যাটিং করেছে, তাদেরকে ক্রেডিট দিতে হবে। তারা এসব আবহাওয়া ও বাতাসের সঙ্গে অভ্যস্ত। আমি মনে করি না এটা কোনো ইস্যু।’

দল নির্বাচনে বাংলাদেশ চমক দেখিয়েছে। চার বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সঙ্গে সাকিব ও মাহমুদউল্লাহকে গোনায় রেখেছিল। ব্যাটসম্যান হিসেবে জাকের আলীকে খেলানো হয়েছে। ব্যাটসম্যানরা ম্যাচ জেতাবে এমন ভাবনা হয়তো কাজ করেছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু দলের কোনো পরিকল্পনাই কাজে আসেনি।

শান্ত বলেছেন, ‘ব্যাটিংয়ে আজ আমাদের অনেক অপশন ছিল। কিন্তু যে ইনটেন্ট আমাদের দেখানোর দরকার ছিল সেটা আমরা পারিনি। আমি প্রতি ম্যাচে দলের হয়ে অবদান রাখার চেষ্টা করি। কিন্তু আমার চেষ্টা করা উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা।’

টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি পেসার তানজিম সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন তা আরেকবার মনে করিয়ে দিয়েছেন শান্ত, ‘তানজিম সাকিব এই টুর্নামেন্টে আমাদের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। আমি রিশাদের কথাও বলবো। আমরা লম্বা সময় ধরে লেগ স্পিনার খুঁজছিলাম। তাকে পেয়ে আমরা খুশি।’

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়