ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এই শিরোপা যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম: রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ৩০ জুন ২০২৪  
এই শিরোপা যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম: রোহিত

২০০৭ থেকে ২০২৪। পাক্কা ১৭ বছর। রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে যে শিরোপা জিতেছিলেন, ১৭ বছর পর তা পুনরুদ্ধার করলেন। মাঝে ২০১৪ সালে খুব কাছে গিয়েছিলেন। খেলেছিলেন ফাইনাল। কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হয়নি।

সময় ফুরানোর আগেই রোহিত জিতলেন দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা। অধিনায়ক হিসেবে প্রথম। সঙ্গে ১১ বছর পর ভারতকে রোহিত দিলেন আইসিসি ইভেন্টের শিরোপার স্বাদ। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর কোনো শিরোপা জিততে পারেনি ভারত। অচলায়তন ভেঙে শিরোপা খরা কাটাল মেন ইন ব্লুজরা। 

আরো পড়ুন:

পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত খুলে দিলেন কথার ঝাঁপি। শোনালেন শিরোপা জিততে কতোটা কাঠখড় পোড়াতে হয়েছে তাদেরকে, 

‘আমরা গত ৩-৪ বছর ধরে যা করেছি তা সংক্ষেপে বলা খুব কঠিন। সত্যি কথা বলতে, আমরা ব্যক্তি হিসাবে এবং একটি দল হিসাবে খুব কঠোর পরিশ্রম করেছি। আজ এখানে উপস্থিত হতে এবং এই খেলাটি জিততে অনেক কিছুই পর্দার আড়ালে চলে গেছে। শুধু আমরা আজ যা করেছি তা নয়, গত ৩-৪ বছর ধরে আমরা এই কাজটাই করে আসছি। তারই ফল আজ আমাদের জন্য এসেছে।’

‘আমরা অতীতে অনেক উচ্চ-চাপের ম্যাচ খেলেছি এবং অনেক ম্যাচ আমাদের পক্ষে আসেনি। কিন্তু এই ছেলেরা জানত তাদের এরকম পরিস্থিতিতে কি করা লাগবে। পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন কী করা প্রয়োজন তার নিখুঁত উদাহরণ ছিল আজ।’ 

‘আমরা গোটা দল আজ এক ছিলাম। একটা সময়ে যখন মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা জিতে যাবে তখনও আমরা নিজেদেরকে সামলে এগিয়ে গিয়েছি। এজন্য নিজেদেরকে নিয়ে গর্ব করা উচিত। আমরা পুরো দল এই শিরোপা যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম। এই ধরণের প্রতিযোগিতায় শিরোপা জয়ের পেছনে অনেক প্রচেষ্টা, ঘাম ঝরানো গল্প মিশে থাকে। সবকিছুই আমার চোখের সামনে ভাসছে। আমি এই ছেলেদের নিয়ে বেশ গর্বিত। সঙ্গে আমাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে নিজেদের মতো করে খেলার স্বাধীনতা দিয়েছেন। প্রত্যেকে প্রত্যেকের ওপর বিশ্বাস রেখেছে। যা আমাদের সাফল্য পেতে ভূমিকা রেখেছে।’   

রোহিত বিরাট কোহলিকেও ভাসিয়েছেন প্রশংসায়। যিনি ৭৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা, ‘পুরো টুর্নামেন্টে আমরা দারুণ ছিলাম। বলবো, এক কথায় অসাধারণ। আমি কিংবা আমরা কেউ বিরাট কোহলির ফর্ম নিয়ে উদ্বিগ্ন ছিলাম না। আমরা প্রত্যেকে তার সামর্থ্য সম্পর্কে অবগত। ১৫ বছর ধরে ফর্মের শৃঙ্গে ছিলো সে। বড় মঞ্চে বড় খেলোয়াড়রা সব সময়ই এগিয়ে আসে।’ 

পৃথিবীর যেকোনো প্রান্তে ভারতের খেলা মানেই গ্যালারি নীল সমুদ্র। যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজেও এই উৎসবে ভাটা পড়েনি। শিরোপা জেতার পর তাদেরকে ধন্যবাদ জানাতে ভুল করেননি রোহিত, 

‘দর্শকরা অসাধারণ। নিউ ইয়র্ক থেকে বার্বাডোজ…আমি সমর্থকদের স্যালুট দিতে চাই। আমাদের জন্য মাঠে আসা, আমাদেরকে সাপোর্ট করা দারুণ কিছু। সঙ্গে ভারতে আমাদের মিলিয়ন মিলিয়ন সমর্থকরা টিভির সামনে বসে খেলা দেখছে। এখন ভারতে রাত। কিন্তু নিশ্চিত করে বলতে পারি প্রত্যেকে আমাদের খেলা দেখছে। এই শিরোপা তাদের জন্য। আমরা আজ যা অর্জন করেছি তার জন্য খুব গর্বিত।’

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়