ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোর্টে না নেমেই সেমিফাইনালে জকোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৩২, ১১ জুলাই ২০২৪
কোর্টে না নেমেই সেমিফাইনালে জকোভিচ

উইম্বলডনের কোর্টে না নেমেই সেমিফাইনালে পৌছে গেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। চোটের জন্য প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন তার প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর। আর তাতেই ত্রয়োদশ বারের মতো শেষ চারের টিকিট কাটেন জকোভিচ।

উইম্বলডনের এবারের আসরে খেলাই অনিশ্চিত ছিল ‘জোকার’ খ্যাত এই তারকার। হাঁটুর চোটের জন্য ফরাসি ওপেন থেকেও নাম তুলে নিতে বাধ্য হয়েছিলেন। তবে দ্রুততম সময়ে অস্ত্রোপচার করে খেলতে নেমে যান। কোনো বাধা ছাড়াই উঠে গেলেন সেমিফাইনালে। 

আরো পড়ুন:

এবারের আসরে জকোভিচের সামনে সুযোগ থাকছে সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে ছুঁয়ে ফেলার। জকোভিচের সমান সংখ্যক ১৩টি উইম্বলডন সেমিফাইনাল খেলে ফেদেরার উইম্বলডন জিতেছেন ৮টি। বিপরীতে জকোভিচের ঝুলিতে রয়েছে ৭টি শিরোপা। এবার জিতলেই সমানে সমান।

সেমিফাইনালে জকোভিচ খেলবেন লরেঞ্জো মুসেত্তি ও টেলর ফ্রিজের মধ্যকার ম্যাচ বিজয়ীর সঙ্গে। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবেন সময়ের সেরা দুই তারকা দানিল মেদভেদেভ ও কার্লোস আলকারাজ। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়