ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানের চুক্তি থাকা অবস্থায় নতুন দায়িত্বে ট্রট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১২:৩৫, ৩০ জুলাই ২০২৪
আফগানিস্তানের চুক্তি থাকা অবস্থায় নতুন দায়িত্বে ট্রট

দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএটোয়েন্টি-র দল প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব নিয়েছেন জনাথন ট্রট। ইংলিশ এই কোচ এখনও আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় দলের কোচ থাকাকালীন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হয়ে রীতিমত চমকে দিয়েছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।

গ্রাহাম ফোর্ডের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ট্রট। গত মাসে ফোর্ড জায়গা ছেড়েছিলেন। ট্রট ২০২২ সালে আফগানিস্তানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত জানুয়ারিতে চুক্তি নবায়ন করে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দ্বায়িত্ব বাড়িয়ে নেন। তার অধীনে কিছুদিন আগে আফগানিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। ৪৩ বছর বয়সী ট্রট এ বছরের শেষে নতুন করে চুক্তি করেন কিনা সেটাই দেখার।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকায় এসএটোয়েন্টি শুরু হবে জানুয়ারিতে। ফোর্ডের অধীনে প্রিটোরিয়া ক্যাপিটালস গত বছর খারাপ সময় কাটিয়েছিল। মাত্র তিন ম্যাচ জিতে পঞ্চম হয়েছিল। এর আগে প্রথম আসরে ফাইনাল খেলেছিল।

ট্রট আফগানিস্তানকে দারুণ কিছু সাফল্য এনে দিয়েছেন। ২০২৩ ওয়ানডে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড এবং বাংলাদেশকে হারিয়েছে রশিদ খান, মোহাম্মদ নবীরা।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়