ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায়িত্ব নিয়েই সাকিবকে নিয়ে বিসিবি প্রেসিডেন্টের কঠোর বার্তা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:১৮, ২১ আগস্ট ২০২৪
দায়িত্ব নিয়েই সাকিবকে নিয়ে বিসিবি প্রেসিডেন্টের কঠোর বার্তা

গ্লোবাল টি-টোয়েন্টি খেলে কানাডা থেকে সাকিব আল হাসানের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি সরাসরি দলের যঙ্গে যোগ দেন পাকিস্তানে। সাকিব কি ভবিষ্যতেও এমন করতে পারবেন?

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রথম সংবাদ সম্মেলনে অবধারিতভাবে সাকিব প্রসঙ্গ উঠে আসে কয়েকবার। ফারুক সাকিবের বিষয়ে এক প্রকার কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আরো পড়ুন:

সাকিব এভাবে বাইরে থেকে খেলতে পারবেন কী না এটা গুরত্বের সঙ্গে দেখার কথা জানিয়েছেন নব-নির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট, ‘সাকিব বাইরে থেকে খেলতে পারবে কী না আরেকটা ব্যাপার। যেটা আমরা খুব গুরত্বের সঙ্গে দেখবো।’

পাকিস্তান সিরিজে সাকিব দলে থাকবেন কী না এটা নিয়ে চলছিল বিস্তর আলোচনা। তবে বোর্ডের সায় থাকায় শেষ পর্যন্ত টিকে যান ১৬ সদস্যের দলে। এখন বোর্ড সাকিবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে, বিবেচনায় রাখা হবে পাকিস্তান সিরিজও। যদিও প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন সাকিব চলতি বছর সব টেস্ট খেলার বিষয়ে জানিয়েছেন তাদের।

‘সাকিবের ব্যাপারটা আসলে বলেছি, বোর্ডের কিছু পলিসি থাকে। এটা আমি আমার ডিরেক্টরদের সাথে আলাপ করবো, পলিসি কি হওয়া উচিৎ সাকিব আল হাসানের ব্যাপারে।’

‘বোর্ডের সাথে আলোচনা করব সাকিব এখন কী অবস্থায় আছে, এ অবস্থায় সে কী চালিয়ে যেতে পারবে কী না। অবশ্যই ডিপেন্ড করে যে দুটি টেস্ট ম্যাচ আছে তার পরে কী হবে। তখন এটা একটা বোর্ডের পলিসি ম্যাটার হবে।’

‘প্রধান নির্বাচক একটা ইন্টারভিউ দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে, তাকে যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো ওকে নিওনা, তাহলে এটা পলিসি ম্যাটার হতো। সে দায়িত্বটা বোর্ডের উপর দিয়ে দিতো, সেটা (পলিসি) যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে।’

ক্রিকেটারদের নিয়ে আরও কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। সিরিজ কিংবা সফর চলাকালীন একজন ক্রিকেটার কী করতে পারবেন আর কী করতে পারবেন না সে ব্যাপারে থাকবে সু-নির্দিষ্ট নির্দেশনা।

‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কি করতে পারবে, কি করতে পারবে না, এটা আমি আজকেই এখানে ঢোকার আগে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি।’

‘বিশেষ করে সফর চলাকালীন সময়, সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে, কি পারবে না, এসব থাকবে। আপনার যদি লিখিত থাকে, সফর চলাকালীন সময় আপনি কোন বিজ্ঞাপন করতে পারবেন না। তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না। এটা যদি পরিস্কার লেখা থাকে, তাহলে সুবিধা হবে’ -বলেছেন প্রেসিডেন্ট ফারুক।

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়