ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি’ -সাকিবকে নিয়ে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৯, ২৫ আগস্ট ২০২৪  
‘সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি’ -সাকিবকে নিয়ে মুমিনুল

রাজধানী ঢাকার আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হওয়া হত্যা মামলাকে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুমিনুল হক। 

রোববার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে পোস্ট করেন মুমিনুল। তিনি সাকিবের সঙ্গে এখন পাকিস্তানে অবস্থান করছেন। মুমিনুলের পোস্ট হুবহু তুলে ধরা হলো।

আরো পড়ুন:

‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

‘গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’

‘যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে।’

‘ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়