ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাকিবে মুগ্ধ কোহলি, যোগ দিলেন পন্তও

ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:১৬, ১ অক্টোবর ২০২৪
সাকিবে মুগ্ধ কোহলি, যোগ দিলেন পন্তও

পুরস্কারের আনুষ্ঠানিকতা চলছে। বাংলাদেশ দল যেখানে দাঁড়িয়ে সেখানে এলেন বিরাট কোহলি। সাকিব আল হাসানের সঙ্গে খুনসুঁটি শুরু। সাকিবকে পিঠ চাপড়ে দিচ্ছেন, যেন কিছু জিজ্ঞেস করছেন, দুজনে আবার হেসে উঠলেন তীব্রভাবে।

কানপুর টেস্ট শেষে কোহলি-সাকিবের এই মুহুর্তের ছবিগুলো ভাইরাল। বিশেষ করে ব্যাট উপহারের ছবি নিয়ে চলছে মাতামাতি। এদিন সাকিবকে একটি ব্যাট উপহার দেন কোহলি।

আরো পড়ুন:

কোহলির এমন কাজ দেখে যেন অনুপ্রাণিত হন ঋষভ পন্তও। সাকিবকে তিনিও একটি ব্যাট উপহার দেন এদিন।

কোহলি-সাকিব দুজনে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় নাম। স্ব স্ব জায়গায় দুজনেই বিখ্যাত। দেশের পোস্টার বয়। এই সিরিজে কোহলি বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে ২৭ হাজার রান করেছেন। ব্যক্তিগত কোনো মাইফলক এই সিরিজে না হলেও সাকিব ব্যাটে-বলে দেড় যুগ ধরে শাসন করেছেন শীর্ষে থেকে। 

কানপুরে এসে সাকিবের অবসরের ঘোষণা নিশ্চয় কোহলির অজানা নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া দুজনকে একসাথে মাঠে দেখা যাবে না। তাইতো ম্যাচ শেষে সাকিবকে উপহার দিয়ে শেষটা রাঙাতে চাইলেন কোহলি। 

কানপুরে মাঠেও দেখা গেছে সাকিব-কোহলির রসায়ন। ব্যাটিংয়ের সময় ইয়র্কারের কথা বলে সাকিবকে মালিঙ্গা ঢেকে মজা করছিলেন। খেলা শেষে সেটি কোহলি আবার বুঝিয়েও দিলেন। 

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়