ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ ওভারে ১৪৭ করে জিতলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৯, ১ নভেম্বর ২০২৪
৬ ওভারে ১৪৭ করে জিতলো বাংলাদেশ

৭ বছর পর হংকং আয়োজন করেছে ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট। ৬ জনের ৬ ওভারের এই টুর্নামেন্টে এবার অংশ নিয়েছে বাংলাদেশও। আজ শুক্রবার (০১ নভেম্বর) ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ।

আগে ব্যাট করে বিনা উইকেটে ৬ ওভারে ১৪৭ রান তোলে। জবাবে ওমান ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রানের বেশি করতে পারেনি। ৩৪ রানের জয়ে ছয় ওভারের এই টুর্নামেন্ট শুরু করেছে মোহাম্মদ সাইফুদ্দিন-ইয়াসির আলীরা।

আরো পড়ুন:

ব্যাট করতে নেমে বাংলাদেশের জিসান আলম ও মোহাম্মদ সাইফুদ্দিন ফিফটি করেন। জিসান ১২ বলে ৮ ছক্কা ও ১ চারে ৫৫ রান করে উঠে যান (টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী)। এরপর সাইফুদ্দিন ১২ বলে ৭টি ছক্কা ও ৩ চারে ৫৫ রান করে ওঠে যান। এছাড়া ইয়াসির ৯ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ২৬ রান। তাতে বাংলাদেশের রান ৬ ওভারে ১৪৭ পর্যন্ত যায়।

তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় ওমান। শেষ পর্যন্ত তারা ১১৩ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে ওমানের বিনায়ক শুল্কা ২৯, হাসনাইন শাহ ২৪, জিতেন রামানন্দি ২০ ও মুজিবুর আলী অপরাজিত ২০ রান করেন। 

বল হাতে বাংলাদেশের জিসান ১ ওভারে ১২ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া আবু হায়দার ১ ওভারে ১৯ রান দিয়ে ১টি, সোহাগ গাজী ১ ওভারে ২৮ রান দিয়ে ১টি ও সাইফুদ্দিন ১ ওভারে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট। ম্যাচসেরাও হন তিনি।

আজই দুপুর ২টা ৪৫ মিনিটে গ্রুপপর্বে পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যারা প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ৪ উইকেটে জিতেছিল।

৩ তারিখ সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। চারটি গ্রুপে মোট ১২টি দল অংশ নিয়েছে এবার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়