ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

জাকের-নাসুম মোমেন্টাম আমাদের পক্ষে নিয়ে আসে: শান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩১, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:২৫, ১০ নভেম্বর ২০২৪
জাকের-নাসুম মোমেন্টাম আমাদের পক্ষে নিয়ে আসে: শান্ত

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেছেন জাকের আলী। যার কাছ থেকে অভিষেক ক্যাপ পেয়েছিলেন, মাহমুদউল্লাহ রিয়াদ তাকে আউট হতে দেখেছেন ক্রিজে নামার সঙ্গে সঙ্গে। শুরুতেই ধাক্কা!

উইকেটে আসা নাসুম আহমেদ দাঁড়িয়ে ছিলেন ভিন্ন এক চ্যালেঞ্জের। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে দলে নিতে পছন্দই করতেন না। সেই নাসুম দলে ফিরে প্রথম ম্যাচে কিছু করবেন এমন ভাবনা তো ছিলই। জাকের ও নাসুম ছিলেন একই বিন্দুতে। দল ছিল প্রবল চাপে।

কিন্তু মাঠের বাইরের সব ইস্যু স্রেফ উড়িয়ে দিলেন এই দুই ব্যাটসম্যান। ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েন সপ্তম উইকেটে। যেখানে নাসুমের অবদান ছিল ২৫ বলে ২৪ (২ ছক্কা ও ১ চার)। অন্যদিকে ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকা জাকের ২৭ বলে ৩৭ রান করেন ১ চার ও ৩ ছক্কায়। শেষ দিকে তাদের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে ৬ ওভারে ৬০ রান পায় বাংলাদেশ যা দলের রান নিয়ে যায় আড়াইশর ঘরে। আফগানিস্তান ওই রান তাড়া করতে গিয়ে ম্যাচ হেরে যায় ৬৮ রানে।

আরো পড়ুন:

ম্যাচ শেষে অধিনায়ক শান্ত জানিয়েছেন, জাকের ও নাসুমের আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের পক্ষে মোমেন্টাম নিয়ে আসে। পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেছেন, ‘যেভাবে জাকের ও নাসুম ব্যাটিং করেছে, যেভাবে ফিনিশিং করেছে...আমাদের দিকে মোমেন্টাম নিয়ে আসে। আমি লোয়ার ও মিডল অর্ডারে জাকেরের থেকে এমন কিছুই প্রত্যাশা করি। আশা করছি তারা এভাবেই সামনেও পারফর্ম করবে।’

জাকের ও নাসুম ছন্দ নিয়ে এলেও বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন শান্ত। ৭৬ রান করেছেন তিনি। যদিও নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশের অধিনায়ক, ‘সত্যি বলতে আমি খুশি নই। আমার আরো সময় ক্রিজে থাকা উচিত ছিল। উইকেট কঠিন ছিল। বিশেষ করে স্পিনারদের খেলা কঠিন ছিল। আমি যেভাবে শুরু করেছিলাম তাতে খুশি ছিলাম। কিন্তু আরো বড় করার সুযোগ ছিল।’ 

ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন শান্ত। নিজের চোট নিয়ে তিনি বলেছেন, ‘কিছুটা ভালো। তবে এখনও ব্যথা আছে। আগামী ম্যাচের আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে।’

বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং নিয়ে শান্ত বলেছেন,‘মিরাজ ও নাসুম যেভাবে বোলিং করেছে, তাদের ক্রেডিট দিতে হবে। আবার তাসকিন যেভাবে শুরু করেছে, গুরবাজকে শুরুতেই ফিরিয়েছে যিনি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমি সব সময় ফিল্ডিং বিভাগ থেকে শতভাগ নিবেদন এবং প্রাণপ্রাচুর্য প্রত্যাশা করি। আজ তারা সেটাই দিয়েছে। আমি সেজন্য খুশি।’

প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচটা জিতে মান বাঁচাতে পারবে তো বাংলাদেশ? 

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়