ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাইব্রিড মডেলে পাকিস্তান ও আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৫ ডিসেম্বর ২০২৪  
হাইব্রিড মডেলে পাকিস্তান ও আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি

চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অচলবস্থা তৈরি হয়েছিল। ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় এই পরিস্থিতি তৈরি হয়। গেল সপ্তাহে আইসিসির বার্ষিক সভায় এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আইসিসি পাকিস্তান ও ভারতকে সময় দেয় সমঝোতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসার। কিন্তু সেটাও সম্ভব হয়নি।

তাই আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর, ২০২৪) আবার জরুরি সভা ডাকে আইসিসি। সেই সভায় পাস হওয়ার অপেক্ষায় আছে হাইব্রিড মডেল। যে মডেলে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফিতেি এবার মোট ১৫টি ম্যাচ হবে। তার মধ্যে ১০টি হবে পাকিস্তানে। বাকি পাঁচটি ম্যাচ হবে আরব আমিরাতে। সেই ম্যাচগুলোর মধ্যে ভারতের গ্রুপপর্বের তিনটি, একটি সেমিফাইনাল ও ফাইনাল রয়েছে।

অবশ্য হাইব্রিড মডেলে রাজি হতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ কিছু দাবি উত্থাপন করেছে। কিন্তু সেগুলো সভায় পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

পিসিবি’র দাবিগুলোর মধ্যে রয়েছে— পাঁচটি ম্যাচ বাইরে আয়োজন করার ক্ষতিপূরণ ও ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির ইভেন্টেও হাইব্রিড মডেল আয়োজন। এবং ভারত ও পাকিস্তানকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন।

এখন দেখার বিষয় হাইব্রিড মডেল পাস হওয়ার পাশাপাশি পাকিস্তানের করা দাবিগুলোর কয়েকটি মেনে নেয় আইসিসি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়