ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:২৫, ২৭ জানুয়ারি ২০২৫
আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল

আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে যে কোন স্তরের ফুটবলে যা ছিল সেলেসাওদের সবচেয়ে বড় ব্যবধানে হার। দুঃস্বপ্নের সেই রাত পেছনে ফেলে জয়ের মুখ দেখেছে তারা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোববার রাতে (২৬ জানুয়ারি, ২০২৫) বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আগের ম্যাচে বড় হারের জ্বালা ভুলেছে ব্রাজিল।

এই ম্যাচে ব্রাজিল জিতলেও প্রাধান্য বিস্তার করেছে বলিভিয়া। খেলায় ৫৭ শতাংশ বলের দখল রেখেছিল তারা। এমনকি ব্রাজিলের সফল ১৯৪টি পাসের বিপরীতে বলিভিয়া সফল পাস করেছে ২৭৭টি। তবে ‘সোনার হরিণ’ গোল সেলেসাওদেরই বেশি।

গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল। পিএসজির এই ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাচের ১৪ মিনিটে লিড এনে দেন। ব্রাজিলের হয়ে পরের গোলটাও করেন একজন মিডফিল্ডার। করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি।

আরো পড়ুন:

‘বি’ গ্রুপে দুই ম্যাচ খেলে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ব্রাজিল। অন্যদিকে ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুই ম্যাচের দুটিতে হেরে তলানিতে বলিভিয়া। 

আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে। 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়