সিপিএলে সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে সাকিব আল হাসানকে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলবেন সাকিব। সিপিএল কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে।
কিছুদিন আগে সাকিব পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন। এবার খুলল তার সিপিএলের দরজা। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না থাকায় তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই খেলতে হবে।
দুই বছর পর সাকিবকে দেখা যাবে সিপিএলে। সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন। সিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে পাঁচ মৌসুম খেলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ২০১৩ ও ২০১৯ সালে বার্বাডোজ ট্রাইডেন্টস এবং ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াসে। পাঁচ বছর পর সবশেষ ২০২২ সালে খেলেছিলেন। এবার তিন বছর পর নতুন আরেকটি দলে তাকে দেখা যাবে।
২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যা সিপিএলে এখন পর্যন্ত সেরা বোলিং। সব মিলিয়ে সিপিএলে ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ৪৪৮। উইকেট নিয়েছেন ৩৭টি।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু সিপিএল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
ঢাকা/ইয়াসিন