ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

থ্রিলারে ভরা ম্যাচ জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

  ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৬ জুলাই ২০২৫  
থ্রিলারে ভরা ম্যাচ জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

ভোররাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যেন ফুটবলপ্রেমীরা এক রূপকথার ম্যাচ প্রত্যক্ষ করলেন। রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি ছিল যেন নাটক। যেখানে প্রতিটি দৃশ্য ছিল টানটান উত্তেজনায় ভরা। অভিনয়ে যার মূল নায়ক কিলিয়ান এমবাপে ও থিবো কোর্তোয়া। শেষের রুদ্ধশ্বাস মুহূর্তে ৩-২ গোলের জয় নিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল রিয়াল।

শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। মাত্র দশ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন গন্সালো গার্সিয়া। যুব দল থেকে উঠে আসা এই ফরোয়ার্ড প্রমাণ করছেন, বড় মঞ্চে খেলতে হলে কেবল নাম নয়, দরকার সাহস ও স্কিলে ভরপুর পারফরম্যান্স। এরপর ফ্রান গার্সিয়ার নিখুঁত ফিনিশিংয়ে দ্বিগুণ হয় ব্যবধান। প্রথমার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণে থাকা রিয়াল যেন তখনই লিখে ফেলেছিল জয়গাঁথা।

তবে বরুশিয়া ডর্টমুন্ড হাল ছাড়ার দল নয়। দ্বিতীয়ার্ধে তারা গতি বাড়ায়, চাপ বাড়ায়। কিন্তু রিয়াল গোলরক্ষক কোর্তোয়া তখনো ছিলেন অটল প্রহরীর মতো। কোচের পরিবর্তনের সিদ্ধান্তে মাঠে নামেন এমবাপে, যিনি আবারো প্রমাণ করেন কেন তিনি বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন।

আরো পড়ুন:

কিন্তু গল্পে মোড় আসে যোগ করা সময়ে। আন্টোনিও রুডিগারের ভুলে গোল করে ম্যাচে উত্তেজনার স্রোত ফেরায় ডর্টমুন্ড। কিন্তু আশার আলো নিভিয়ে দিতে বেশি সময় নেননি এমবাপে। ওভারহেড কিকে দুর্দান্ত এক গোল করে আবারো রেয়ালকে এগিয়ে দেন ৩-১ গোলে।

এরপর ঘটে আরও এক নাটকীয়তা। ডিন হাউসেনের লাল কার্ড এবং ডর্টমুন্ডের পেনাল্টি গোল। স্কোরলাইন দাঁড়ায় ৩-২। তখনও এক মিনিট বাকি। ঠিক তখনই মার্সেল সাবিৎজারের জোরালো শট ফিরিয়ে রিয়ালকে বাঁচান কোর্তোয়া। যিনি এদিন গোলবারে ছিলেন সত্যিকারের সুপারহিরো।

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ডর্টমুন্ডের হতাশা আর রিয়ালের উল্লাস মিশে যায় রাতের আকাশে। থ্রিলার ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ এখন ফাইনালে ওঠার লক্ষ্যে লড়বে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির বিপক্ষে, বুধবার দিবাগত রাতে।

  ঢাকা/আমিনুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়