ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক‌্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে রিশাদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১৬ জুলাই ২০২৫  
ক‌্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে রিশাদ

বাংলাদেশ জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন ক‌্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে অবস্থান করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো পারফরম‌্যান্সের পুরস্কার মিলেছে তার। দ্বিতীয় ম‌্যাচে ১৮ রানে ৩ উইকেট নেন। যা তার ক‌্যারিয়ারের সেরা বোলিংও। প্রথম ম‌্যাচে পেয়েছিলেন ১ উইকেট। দুই ম‌্যাচে ৪ উইকেট নিয়ে র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়েছেন। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ১৭ নম্বরে।

বুধবার আইসিসি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। রিশাদের সঙ্গে বড় লাফ দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও শরীফুল ইসলাম। প্রথম ম‌্যাচে খেলার সুযোগ হয়নি পেসার শরীফুলের। দ্বিতীয় ম‌্যাচে ১২ রানে ২ উইকেট নেন তিনি। ২০ ধাপ এগিয়ে, ৪৮২ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৫৭ নম্বরে। লিটন প্রথম ম‌্যাচে রান পাননি। দ্বিতীয় ম‌্যাচে ৫০ বলে ৭৬ রান করে ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। ৫৪১ পয়েন্ট নিয়ে ৭ ধাপ এগিয়েছেন তিনি। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে ৪৪ নম্বরে অবস্থান করছেন।

আরো পড়ুন:

পারভেজ হোসেন ইমনের ১২ ধাপ উন্নতি হয়েছে। তার র‌্যাংকিং ৮৫। ১ ধাপ এগিয়ে তাওহীদ হৃদয়ের অবস্থান ৪১ নম্বরে। যা বাংলাদেশের ব‌্যাটসম‌্যানদের মধ‌্যে সর্বোচ্চ। বোলিংয়ে অবনমন আছে। মোস্তাফিজুর রহমান রয়েছেন ২৬ নম্বরে। কোনো ম্যাচ না খেলেই শেখ মাহেদী ৪ ধাপ পিছিয়ে ২৫ নম্বরে এবং তাসকিন আছেন ২৯ নম্বরে। তারও অবনমন হয়েছে ৪ ধাপ। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। ২১ ধাপ এগিয়ে গুলবাদিন নাইব ও বাস ডি লিডের সঙ্গে যৌথভাবে ৪১ নম্বরে মেহেদী হাসান মিরাজ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়