ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কঠিন সময় পেরিয়ে সাফল্যে উদ্ভাসিত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ১৬:৫২, ১৭ জুলাই ২০২৫
কঠিন সময় পেরিয়ে সাফল্যে উদ্ভাসিত

‘‘তারা কঠিন সময়ে যেভাবে নিজেদের স্থির রেখেছে তা দারুণ। মানুষের ক্যারেক্টার তখনই শো হয় যখন সময় খারাপ যায়। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোটা দেখায় যে আমরা সঠিক পথেই আছি।’’

কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। শ্রীলঙ্কায় গতকাল রাতে টি-টোয়েন্টি সিরিজ জিতে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে চেনা হাসি ফিরেছে ড্রেসিংরুমে। 

আরো পড়ুন:

পিছিয়ে থেকে সিরিজ জয়ের আনন্দ ছুয়ে যাচ্ছে নাফিসকেও, ‘‘টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারার পর যেভাবে তারা ঘুরে দাঁড়ালো তা দুর্দান্ত, খুবই ভালো। খুব ভালো পারফরম্যান্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই দলের উপর। আমরা যদি এদেরকে সমর্থন দিই, এই দল নিয়ে অনেক দূরে যেতে পারব।’’

সামনে ভারো কিছু অপেক্ষা করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘‘১০০% মোটিভেটেড এই ধরনের জয় দলের জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম দেশের জন্য, বোর্ডের জন্য, দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সিরিজ জেতা।’’

পুরো সফরের পারফরম্যান্স মূল্যায়ন করে নাফিস বলেছেন, ‘‘যেভাবে তারা খেলেছে, তারা নিজেদের ক্যারেক্টার প্রমাণ করেছে। এই সফর সহজ ছিল না। শুরু করেছিলাম আমরা খুব ভালো টেস্ট খেলে যেই টেস্টের ড্র-টা আপনি উইনিং ড্র বলতে পারবেন। পরের টেস্ট ম্যাচটা আমাদের ভালো যায়নি। ওয়ানডে সিরিজে আমরা প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল ওটাও ইতিবাচক ছিল। এরপর যদিও সিরিজ জিততে পারেনি।’’

শুধু মাঠের ক্রিকেট নয়, কোচিং স্টাফদের কাজের প্রশংসা করেছি নাফিস, ‘‘আমাদের কাজই এটা যে ওদের আত্মবিশ্বাস দেওয়া। কোচিং স্টাফরা আছে, সবাই যেকোনো সময়েই ভালো হোক বা খারাপ হোক- আমাদের ওই এক ছন্দ, এক ভারসাম্য রেখেই চলতে হয় এবং ওভাবেই কাজ করেছে আমাদের ম্যানেজমেন্ট। বিদেশি ও দেশি সবাই- বিশেষ করে দেশি স্টাফরা ছিলেন, নতুন স্টাফরা ছিলেন, সবাই দারুণ কাজ করেছে।’’

এই দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধারাবাহিকতা ধরে রাখা, তা-ই জানালেন নাফিস, ‘‘এখান থেকে শুরু করতে হবে। আমাদের ধারাবাহিক হতে হবে। দল হিসেবে আমাদের ধারাবাহিক হওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওভাবেই আমরা এগোচ্ছি যেভাবে কথাবার্তা আমাদের মধ্যে হয়। আমরা ধারাবাহিকভাবে কীভাবে উন্নতি করতে পারব, প্রতিদিন কীভাবে উন্নতি করতে পারব, প্রত্যেকটা অনুশীলন সেশন থেকে শুরু করে ম্যাচে- এসব জিনিস নিয়েই আমরা কাজ করছি। আপনারাও দোয়া করবেন, আপনাদের সমর্থনও গুরুত্বপূর্ণ যেন আমরা ধারাবাহিকভাবে একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং ধারাবাহিকতা ধরে রাখতে পারি। আমরা এই সিরিজ জিতেছি তাই আমাদের ইমোশন অত বেশি হয়ে যাওয়া যাবে না। এটা ভারসাম্যপূর্ণ হতে হবে যেন এটা ধরে রাখতে পারি।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়