ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ট্রল, ব্যাড প্যাচের পর লিটনের ফেরা অসাধারণ’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৭ জুলাই ২০২৫  
‘ট্রল, ব্যাড প্যাচের পর লিটনের ফেরা অসাধারণ’

শ্রীলঙ্কা সফরের শুরু ও মাঝের সময়টা লিটন দাস যেভাবে কাটিয়েছেন...শেষটা পুরোপুরি উল্টো। রান না পাওয়ায় প্রবল চাপে ছিলেন। দলে জায়গা হারানোর মতোও ঘটনা ঘটেছে। ট্রলের শিকার হতে হয়েছে সর্বত্র। ব্যাডপ্যাচ যেন কাটছিলই না। সব পেছনে ফেলে লিটন টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ফিরে আসেন। দারুণ কামব্যাকে বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। ১১৪ রান করে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন। ক‌্যারিয়ারে এটি তার দ্বিতীয় সিরিজ সেরার পুরস্কার।

প্রথম ম‌্যাচে লিটন করেছিলেন ৬ রান। পরের ম‌্যাচে ৫০ বলে ৭৬ রান করে ম‌্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন। শেষ ম‌্যাচেও দায়িত্বশীল ব‌্যাটিং করেছেন। ২৬ বলে ৩২ রান করেছেন। যেখানে দ্বিতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার জুটি ছিল ৭৪ রানের। উইকেটের পেছনে দক্ষতার পাশাপাশি নেতৃত্বে মুন্সিয়ানা দেখিয়েছেন।  

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে দেশে ফিরে দলের হয়ে কথা বলেন ম্যানেজার নাফীস ইকবাল । গণমাধ্যমে তার প্রশংসা অধিনায়ককে ঘিরে, ‘‘তার (লিটনের) জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে, যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।’’

সামনেই পাকিস্তান সিরিজ। দেশের মাটিতে খেলবে তিন ম্যাচের সিরিজ। আগামীকাল থেকেই বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে জানিয়ে নাফিস যোগ করেন, ‘‘আমরা এক দিনের মধ্যেই আবার নতুন সিরিজ খেলব। ওইভাবেই কথা হয়েছে যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। এরকম না যে আমরা বাসায় ফিরে যাচ্ছি। কেবল আজকের দিনটা বিশ্রাম নিয়ে কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়