ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:২২, ১০ আগস্ট ২০২৫
বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম বোর্ড সভা শনিবার অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না থাকায় অনলাইনে যুক্ত হন সভায়। 

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম‌্যারাথন সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

শুরুতে বিসিবির ২৫ বিভাগের ম‌্যানেজার ১০ মিনিট করে নিজেদের বিভাগের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি এবং ভবিষ‌্যৎ পরিকল্পনার প্রেজেন্টেশন দেন। পরবর্তীতে শুরু হয় মূল আলোচনা।

যেসব সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়:   

ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নতুন করে তৈরি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন‌্য স্পোর্টস ম‌্যানেজমেন্ট বাছাই প্রক্রিয়া চলমান। ২-৩ দিনের ভেতরেই সবকিছু চূড়ান্ত হবে। 

আগামী এনসিএলে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মনসিংহ বিভাগ।

বিপিএলের জন‌্য রাজশাহীতে ১৬টি প্র‌্যাকটিস পিচ ও অনান‌্য সুবিধা

বরিশালে ৮টি প্র‌্যাকটিস পিচ ও ২টি স্এটার উইকেট তৈরি। 

বান্দরবান স্টেডিয়ামে ম‌্যাচ ও প্র‌্যাকটিসের উইকেট তৈরি

২ বছরের চুক্তিতে হেড অব টার্ফ ম‌্যানেজমেন্ট পদে টনি হেমিংকে নিয়োগ

আর্থিক খেলাপী ফ্রাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ

বোর্ডের অ‌্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে আইসিসি থেকে পরামর্শক নিয়োগ

ক্রিকেট পর্যটনের জন‌্য বিসিবি ও টু‌্যরিজম বোর্ডের সঙ্গে ৫ বছরর চুক্তি।

বাংলাদেশ-নেদারল‌্যান্ডস সিরিজের বাজেট অনুমোদন এবং স্পন্সর ও টিভি রাইটস বিক্রির জন‌্য দরপত্র আহ্বানের অনুমতি প্রদান।

সাবেক ক্রিকেটার, সংগঠকদের আর্থিক সাহায‌্য অনুমোদন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়