ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড় জয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:১৯, ১ সেপ্টেম্বর ২০২৫
বড় জয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

::সংক্ষিপ্ত স্কোর::
নেদারল্যান্ডস: ১০৩/১০ (১৭.৩ ওভারে)
বাংলাদেশ: ১০৪/১ (১৩.১ ওভারে)
ফলাফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

 

আরো পড়ুন:

সহজ জয়ে নেদারল‌্যান্ডসকে উড়িয়ে এক ম‌্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। প্রথম ম‌্যাচে নেদারল‌্যান্ডসকে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সোমবার আরো বড় ব‌্যবধানে জিতল লিটনের দল। ২-০ ব‌্যবধানে সিরিজ জিতে প্রত‌্যাশিত ফলটাই পেল বাংলাদেশ। 

ছোট লক্ষ‌্য তাড়া করতে নেমে ঝড়ো ব‌্যাটিং করেছেন তানজিদ হাসান। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন তিনি। ১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন লিটন। দ্বিতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ৪৬ বলে ৬৪ রান। এর আগে পারভেজ হোসেন ইমন ২৩ রানে ফেরেন সাজঘরে। 

ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। রিশাদের পরিবর্তে একাদশে ফিরে ২১ রানে ৩ উইকেট নেন নাসুম। 

তানজিদের ফিফটি

৩৯ বলে ফিফটি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। যা তার টি-টোয়েন্টি ক‌্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। দ্বিতীয় উইকেটে জুটির ফিফটি পেয়েছেন লিটন ও তানজিদের। তাদের ধারালো ব‌্যাটে জয়ের পথে আছে বাংলাদেশ। এ ম‌্যাচ জিতলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। 

জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও লিটন দাস দারুণ ব‌্যাটিং করছেন। এরই মধ‌্যে দলের রান ফিফটি ছুঁয়েছে। তানজিদ উইকেটের চারিপাশে শট খেলে চার-ছক্কা মারছেন অনায়েসে। লিটন ধীরস্থিরভাবেই এগোচ্ছেন।

১০ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৭১। জয়ের জন‌্য ৬০ বলে ৩৩ রান প্রয়োজন বাংলাদেশের। 

ফিরলেন ইমন:

কাইল ক্লেইনের করা ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দলীয় ৪০ রানের মাথায় আউট হলেন পারভেজ হোসেন ইমন। স্লাইচ করতে গিয়ে উইকেটের পেছনে এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন তিনি। ২১ বল খেলে ৩টি চার ও ১ ছক্কায় ২৩ রান করে যান তিনি। তানজিদের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস।

বাংলাদেশের দারুণ সূচনা:

নেদারল্যান্ডসের ছুড়ে দেওয়া ১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৪ ওভারেই তুলে ফেলেছে ৩২ রান। ইমন ৩ চার ও ১ ছক্কায় ২২ ও তানজিদ হাসান ৫ রানে ব্যাট করছেন। জিততে প্রয়োজন ৭২ রান ৯৬ বলে।

১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস:

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৭.৩ ওভারে ১০৩ রান করে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ১০৪ রান।

বাংলাদেশের বোলিং তোপে নেদারল্যান্ডস আজ সুবিধা করতে পারেনি। তাদের দলের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে আরিয়ান দত্ত ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৩০ রান। বিক্রমজিত সিং ১৭ বলে ৪টি চারে করেন ২৪ রান। আর শারিজ আহমেদের ব্যাট থেকে আসে ১২ রান ১৭ বলে।

বল হাতে বাংলাদেশের নাসুম আহমেদ ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। মোস্তাফিজ ৩ ওভারে ১৮ রানে ২টি ও তাসকিন ৪ ওভারে ২২ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও শেখ মাহেদী হাসান।

নেদারল্যান্ডসের নবম উইকেটের পতন
১৫তম ওভারে এসে নিজের তৃতীয় উইকেট তুলে নিলেন নাসুম। তার করা তৃতীয় বলে এলবিডব্লিউ হন পল ফন মিকেরান। ৭ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। ডাচদের দলীয় রান তখন ৮১, উইকেট নেই ৯টি।

তাসকিনের দ্বিতীয় শিকার ক্লেইন:
চতুর্দশ ওভারের দ্বিতীয় বলে কাইল ক্লেইনকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করলেন তাসকিন আহমেদ। তার বলটি উড়িয়ে মারতে গিয়ে জাকের আলী অনিকের হাতে ধরা পড়েন ক্লেইন। ৭ বল খেলে ৪ রান করে যান তিনি।

৬৫ রানেই ৭ উইকেট নেই নেদারল্যান্ডসের:
একাদশ ওভারের পঞ্চম বলে সপ্তম উইকেট হারায় নেদারল্যান্ডস। মোস্তাফিজের লেন্থ ডেলিভারি ব্যাক ফুটে রক্ষণাত্মক ঢংয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান সিকান্দার জুলফিকার। ৩ বল খেলে ২ রান করেন তিনি। নেদারল্যান্ডসের রান তখন ৬৫। মোস্তাফিজের এটা ছিল দ্বিতীয় শিকার।

নেদারল্যান্ডসের ষষ্ঠ উইকেটের পতন:
দশম ওভারের পঞ্চম বলে পুল শট খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়েন শারিজ আহমেদ। ১৭ বলে ১২ রান করে যান তিনি।

রান আউটে পঞ্চম উইকেট হারালো নেদারল্যান্ডস:
দশম ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন নোয়াহ ক্রোয়েস। তানজিম সাকিবের বলে শর্ট মিডউইকেট দিয়ে মারার চেষ্টা করেন শারিজ আহমেদ। কিন্তু বলটি দারুণ দক্ষতায় ধরে ফেলেন সাইফ হাসান। এদিকে নন স্ট্রাইকিং প্রান্ত থেকে বেরিয়ে যান ক্রোয়েস। তিনি পপিং ক্রিজে ফেরার আগেই সাইফের থ্রো স্ট্যাম্প ছুঁয়ে ফেলে। ৩ বল খেলে ২ রান করে রান আউটে কাটা পড়েন ক্রোয়েস।

মোস্তাফিজ ফেরালেন এডওয়ার্ডসকে:
নবম ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে পারভেজ হোসেন ইমনের হাতে ধরা পড়েন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১১ বলে ১টি চারে ৯ রান আসে তার ব্যাট থেকে।

মারমুখী হওয়া বিক্রমজিতকে ফেরালেন তাসকিন:
নাসুম জোড়া উইকেট তুলে নিয়ে ও’ডাউড ও তেজাকে ফেরালেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান বিক্রমজিত সিং আস্তে আস্তে মারমুখী হচ্ছিলেন। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে তাকে ফিরিয়ে স্বস্তি ফেরান তাসকিন। তার বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম হাসান সাকিবের হাতে ধরা পড়েন বিক্রমজিত। ১৭ বলে ৪টি চারে ২৪ রান করে যান তিনি।

দুই বলে দুই উইকেট নিলেন নাসুম:
তৃতীয় ওভারে বল করতে এসে পর পর দুই বলে দুই উইকেট নিলেন নাসুম আহমেদ। তার করা দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন ম্যাক্স ও’ডাউড। পরের বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন তেজা নিদামানুরু। নাসুমের বলে স্কয়ার কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। সেটা ব্যাকওয়ার্ড পয়েন্টে লুফে নেন পারভেজ হোসেন ইমন।

শুরুতেই নাসুমের আঘাত:
টস হেরে ব্যাট করতে নেমে ১৪ রানেই প্রথম উইকেট হারালো নেদারল্যান্ডস। তৃতীয় ওভারে বল হাতে আসেন নাসুম আহমেদ। তার করা প্রথম বলেই দারুণভাবে পরাস্ত হন ম্যাক্স ও’ডাউড। পরের বলটি টার্নের বিপরীতে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। সেটি অনায়াসে মিড-অনে তালুবন্দি করেন তাওহীদ হৃদয়। ১০ বল খেলে ১ চারে ৮ রান করে ফেরেন ম্যাক্স।

আজও আগে বোলিংয়ে বাংলাদেশ:

নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক লিটস দাস বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে৷ 

দুটি পরিবর্তন বাংলাদেশ একাদশে: 
শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের জায়গায় বাংলাদেশ একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ:

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান,  নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। 

 নেদারল‌্যান্ডস একাদশ: 

ম‌্যাক্স ও’ ডউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শারিজ আহমাদ, নোয়া ক্রোয়েস,  কাইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ভন ম‌্যাকরেন ও ড‌্যানিয়েল ডোরাম। 

সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ: 
নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে পাত্তা না দিয়ে সহজেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ৷   জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা৷৷ সেই লক্ষ্যে পৌঁছতে ভালো ক্রিকেটের  বিকল্প নেই। একদিন আগেই ভালো বোলিংয়ের পর ব্যাটিংয়ে আগ্রাসন দেখায় বাংলাদেশ৷ নিজেদের চেনা কন্ডিশনে ডাচদেরকে দাঁড়াতে দেয়নি৷ আজ একই সুর থাকলে জয়ের চিন্তা করতেই পারে দল৷ ডাচদের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। অতীতে তারা চমকে দিয়েছে বাংলাদেশকে। আজ তারা কেমন করে সেটা দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়